উবাই ইবনে কাব রাঃ এর জীবনী
হযরত উবাই ইবনে কাব ছিলেন একজন প্রখ্যাত সাহাবী। তিনি ছিলেন একাধারে সুপ্রসিদ্ধ কারী, রাষ্ট্রীয় মুফতি ও অহীর মহান লেখক। হাদীসশাস্ত্রেও তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর সংক্ষিপ্ত জীবনী নিম্নে উল্লেখ করা হলো-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম উবাই, উপনাম আবুল মনযুর, অথবা আবু তোফায়েল, উপাধি সাইয়েদুল কুররা ও সাইয়েদুল আনসার, পিতার নাম কাব এবং মাতার নাম সুহায়লা বিনতুল আসওয়াদ। তিনি রাসূলের নানার বংশ নাজ্জার গোত্রে জন্মগ্রহণ করেন ।
২. ইসলাম গ্রহণ :
হযরত উবাই ইবনে কাব (রা) নবুয়তের ত্রয়োদশ বর্ষে মুসয়াব ইবনে ওমায়েরের নেতৃত্বে ৭০ জন আনসার সাহাবীর সাথে দ্বিতীয় আকাবায় রাসূল (স)-এর হাতে ইসলাম গ্রহণ করেন ।
৩. যুদ্ধে অংশগ্রহণ :
বদর যুদ্ধ থেকে শুরু করে তায়েফ পর্যন্ত সকল যুদ্ধেই তিনি রাসূল (স)-এর সাথে অংশগ্রহণ করেন। তিনি বাতিলের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠার একনিষ্ঠ সৈনিক ছিলেন।
৪. অহী লেখক :
তিনি রাসূলুল্লাহ্ (স)-এর সর্বশেষ অহী লেখক ছিলেন। হযরত আবু বকর (রা)-এর খেলাফতকালে যে ক’জন সাহাবীর ওপর কুরআন সংরক্ষণের দায়িত্ব অর্পণ করা হয়েছিল তিনি ছিলেন তাঁদের অন্যতম। আর রাসূল (স)-এর সময়ে যে ছয় জন সাহাবী পূর্ণ কুরআন মাজীদ মুখস্থ করেছিলেন তাঁদের মধ্যে হযরত উবাই ইবনে কাব (রা) সুপরিচিত।
৫. কুরআনের অন্যতম কারী :
হযরত ওসমান (রা)-এর সময় কুরআন মাজীদ বিভিন্ন কেরাতে পঠিত হতে শুরু করলে তিনি হযরত উবাই ইবনে কাব (রা)-এর নেতৃত্বে বারো জন বিজ্ঞ কারীর সমন্বয়ে একটি কেরাত বোর্ড গঠন করে এর সমাধান করেন । ফলে কুরআন মাজীদ বিভিন্ন প্রকার কেরাতের জটিলতা থেকে মুক্ত হয় । বর্তমান বিশ্বে কুরআন মাজীদের যে কপি চালু রয়েছে তা হযরত উবাই ইবনে কাব (রা)-এর কেরাত অনুযায়ী লিখিত।
৬. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :
রাসূল (স)-এর যুগে তিনি রাষ্ট্রীয় মুফতি ছিলেন। হযরত ওমর (রা)-এর যুগেও তিনি মুফতির দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং ওমরের মজলিসে শূরার একজন অন্যতম সদস্য ছিলেন ।
৭. হাদীস বর্ণনা :
তিনি রাসূল (স) থেকে মোট ১৬৪টি হাদীস বর্ণনা করেন ।
৮. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :
তাঁর থেকে অনেকেই হাদীস বর্ণনা করেন। এদের মধ্যে হযরত ওমর, আবু আইয়ুব, ওবাদা ইবনে সামেত, সাহল ইবনে সাদ, আবু মুসা ইবনে আবু হোরায়রা, আনাস ইবনে মালেক এবং তাঁর সুযোগ্য পুত্র তোফায়েলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
৯. ইন্তেকাল :
হযরত উবাই ইবনে কাব (রা)-এর ইন্তেকালের সময়কাল প্রসঙ্গে ওলামায়ে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে। যেমন-
ক. ইবনে খায়সামার মতে, ১৯ অথবা ২০ হিজরীতে। খ. ইবনে হিব্বান ও ওয়াকেদী (র) বলেন, ২২ হিজরীতে। গ. কারো কারো মতে, হিজরী ৩০ কিংবা ৩২ সালে হযরত ওসমান (রা)-এর খেলাফত আমলে তিনি ইন্তেকাল করেন। হযরত ওসমান (রা) তাঁর জানাযায় ইমামতি করেন। তাঁকে মদিনায় সমাহিত করা হয় । এখানে শেষোক্ত অভিমতটিই সর্বাধিক গ্রহণযোগ্য।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী
হযরত নোমান ইবনে বশীর রাঃ এর জীবনী
হযরত মুগীরা ইবনে শুবা রাঃ এর জীবনী
হযরত আবু আইয়ুব আল আনসারী রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : উবাই ইবনে কাব,ubay ibn ka’b,হযরত উবাই ইবনে কাব (রা),উবাই ইবনে কাব রাঃ এর জীবনী,হযরত উবাই ইবনে কাব রাঃ এর জীবনী,উবাই ইবনে কাব রাঃ,হযরত উবাই ইবনে কাব রাঃ,হযরত উবাই ইবনে কাব রাঃ এর জীবনী,উবাই ইবনে কাব রাঃ এর জীবনী |