আমর ইবনুল আস রাঃ এর জীবনী
সাহাবীগণের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) ছিলেন অন্যতম প্রসিদ্ধ রাবী। তিনি ইসলামের কল্যাণে নানাবিধ খেদমতের আঞ্জাম দিয়েছেন। তাঁর জীবন পরিচিতি নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম আমর, কুনিয়াত আবু আবদুল্লাহ। পিতার নাম আস। মাতার নাম নাবিগাহ বিনতে হারমালা ইবনে হারিস । তিনি রাসূল (স)-এর একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন।
২. ইসলাম গ্রহণ :
ষষ্ঠ হিজরীতে খন্দক যুদ্ধের পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং এর পরপরই তিনি ইসলামের সেবায় আত্মনিয়োগ করেন।
৩. সরকারি দায়িত্বপালন :
তিনি অতিশয় দূরদর্শিতা ও কূটনৈতিক জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন। রাসূল (স) তাঁকে আম্মানের কাযী পদে অধিষ্ঠিত করেন। রাসূল (স)-এর পুরো জীবনব্যাপী তিনি এ পদেই অধিষ্ঠিত ছিলেন। হযরত ওমর (রা)-এর শাসনামলে তিনি মিসর জয় করেন এবং হযরত ওসমান (রা)-এর শাসনকাল ব্যাপী মিসর শাসন করেন ।
৪ হাদীস বর্ণনা :
তিনি রাসূল (স) থেকে ৩৯টি হাদীস বর্ণনা করেন। তন্মধ্যে ইমাম বুখারী ও মুসলিম (র) যৌথভাবে ৩টি এবং ইমাম বুখারী (র) এককভাবে ১টি ও মুসলিম (র) ৩টি হাদীস বর্ণনা করেন। আগাছ।
৫. ইন্তেকাল :
এ মহান সাহাবী, সফল ও দক্ষ সেনানায়ক, কূটনীতিক, সংগঠক সারাটি জীবন ইসলামের মহান খেদমত আঞ্জাম দিয়ে অবশেষে ৪৩ হিজরীতে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মুকাত্তাম নামক পাহাড়ের পাশে তাঁকে দাফন করা হয়।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : আমর ইবনুল আস,আমর ইবনুল আস কত বছর বয়সে বিয়ে করেন,আমর ইবনুল আস মসজিদ,আমর ইবনুল আস জীবনী,আমর ইবনুল আসরে,,হযরত আমর ইবনুল আস, ইবনুল আস, আমর ইবনুল আস এর ঘটনা,আমর ইবনুল আস এর জীবনী,amar Ibnul as,আমর বিন আস |