আবু লুবাবা রাঃ এর জীবনী
বিশিষ্ট মহিলা সাহাবী রাসূল (স)-এর চাচী হযরত উম্মুল ফযল (রা)-এর পরিচয় ও জীবনী নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
নাম লুবাবা, উপনাম উম্মুল ফযল, উপাধি কোবরা, পিতার নাম হারেস, মাতার নাম হিন্দ বিনতে আওফ।
২. নসবনামা :
লুবাবাতুল কোবরা বিনতে হারেস ইবনে হাযন ইবনে বুজাইর ইবনে হারাম ইবনে রুবিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে হিলাল ইবনে আমের, ইবনে সা’সায়া ।
৩. বিবাহ :
রাসূল (স)-এর চাচা হযরত আব্বাস (রা)-এর সাথে তাঁর বিয়ে হয় ।
8. ইসলাম গ্রহণ :
হিজরতের পূর্বেই মুসলমান হন। ইবনে সাদ মনে করেন তিনি হযরত খাদীজার পর পরই ইসলাম গ্রহণ করেন।
৫. বিশেষ অবস্থা :
উম্মুল ফযল রাসূল (স)-এর সাথে হজ্জ করেছিলেন। বিদায় হজ্জের দিন রাসূল (স)-এর রোযার ব্যাপারে লোকেরা সংশয়ে পতিত হলে উন্মুল ফযল মহানবীর কাছে এক পেয়ালা দুধ পাঠালেন। মহানবী তা পান করলে লোকেরা বুঝতে পারলেন রাসূল (স) রোযা রাখেননি। এটা উম্মুল ফযলের বুদ্ধিমত্তাকে প্রমাণ করল।
৬. হাদীসে অবদান :
তিনি রাসূল (স) থেকে ত্রিশখানা হাদীস বর্ণনা করেন। বর্ণনাকারীগণ হলেন আবদুল্লাহ, আব্বাসের সন্তানেরা, আনাস ইবনে মালেক, উমাইর, কুরাইব এবং কাবুস প্রমুখ ।
৭. গুণাবলি :
উম্মুল ফযল দুনিয়াত্যাগী আবেদা ছিলেন। তিনি প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখতেন। মহানবী (স) তাঁকে খুব ভালোবাসতেন। রাসূল (স) প্রায়ই তাঁর কাছে যেতেন এবং দুপুরে বিশ্রাম নিতেন।
৮. ইন্তেকাল :
তিনি হযরত ওসমানের খেলাফতকালে মৃত্যুবরণ করেন। তখনো আব্বাস (রা) জীবিত ছিলেন। হযরত ওসমান তাঁর জানাযা পড়ান।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : আবু লুবাবা রাঃ এর জীবনী,হযরত লুবাবা,হযরত আবু লুবাবা, আবু লুবাবা,আবু লুবাবা রাঃ, হযরত আবু লুবাবা,hazrat lubaba,হযরত উম্মুল ফযল (রা),হযরত লুবাবা (রা),হযরত আবু লুবাবা রাঃ,আবু লুবাবা রাঃ,এর জীবনী |