আবু কাতাদা রাঃ এর জীবনী
হযরত আবু কাতাদা (রা) ছিলেন একজন প্রখ্যাত সাহাবী। তিনি বেশ কিছু হাদীস বর্ণনা করেছেন এবং ইসলামের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর পরিচিতি নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
তাঁর মূল নাম আল হারেস অথবা নোমান অথবা আমর, কুনিয়াত বা উপনাম আবু কাতাদা। পিতার নাম রিবঈ ইবনে বালদামা। তিনি মুহাদ্দিসীনে কেরামের নিকট কাতাদা উপনামেই প্রসিদ্ধি অর্জন করেন।
২. বংশধারা :
তাঁর বংশধারা হলো, আবু কাতাদা আল হারেস ইবনে রিবঈ ইবনে বালদামা ইবনে খিনাস ইবনে সিনান ইবনে ওবায়েদ ইবনে আদী ইবনে গানাম ইবনে কাব ইবনে সিলমা আস সালামী আল মাদানী আল আনসারী।
৩. জন্ম ও ইসলাম গ্রহণ :
তিনি মহানবী (স)-এর হিজরতের ১৮ বছর পূর্বে ৬০৪ খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন । তিনি দ্বিতীয় আকাবার পর ইসলাম গ্রহণ করেন।
৪. বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ :
তিনি যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি এ ব্যাপারে সকলে একমত না হলেও অংশগ্রহণ না করার বর্ণনাই প্রসিদ্ধি লাভ করেছে। তবে তিনি উহুদ, খন্দক ও তার পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছেন। ৮ম হিজরীতে বনুগাতফানের ১৫ সদস্যের একটি সারিয়ার তিনি সেনাপতি ছিলেন। এ যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। এ যুদ্ধে তাঁর একটি হাত দেহচ্যুত হয়ে যাওয়ার পরও যুদ্ধ অব্যাহত রাখেন।
৫. তাঁর হাদীসের সংখ্যা :
তাঁর নিকট হতে বর্ণিত হাদীসের সংখ্যা ১৭০ খানা। ইমাম বুখারী ও মুসলিম (র) যৌথভাবে তাঁর বর্ণিত ১১ খানা, ইমাম বুখারী এককভাবে ২ খানা, ইমাম মুসলিম ৮ খানা হাদীস স্ব-স্ব সহীহ গ্রন্থে উল্লেখ করেছেন।
৬. এ নামে অন্য সাহাবী :
হারেস নামে সাহাবায়ে কেরামের অনেককে পাওয়া গেলেও তিনি এ নামে ইলমে হাদীস বর্ণনায় পরিচিত নন; বরং আবু কাতাদা নামেই পরিচিত। আবু কাতাদা নামে তিনি ব্যতীত কোনো সাহাবীর পরিচয় পাওয়া যায়নি।
৭. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :
হযরত আলী (রা)-এর খেলাফত আমলে তিনি হযরত আবু কাতাদা (রা)-কে একবার মক্কার আমীর নিয়োগ করেন। পরে তাঁর স্থলে কুসাম ইবনে আব্বাসকে নিয়োগ করেন।
৮. দৈহিক গঠন :
তাঁর দৈহিক আকৃতি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে তিনি ঘাড় পর্যন্ত চুল রাখতেন, যাকে ‘হামিয়্যা’ বলা হয়। চুলে মাঝে মাঝে চিরুনী করতেন। একবার মহানবী (স) তাঁর চুলের বিক্ষিপ্ত ও অযত্ন অবস্থা দেখে সেগুলো যত্ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
৯. চারিত্রিক গুণাবলি :
তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সদা প্রফুল্ল থাকতেন । চারিত্রিক গুণাবলিতে তিনি ছিলেন অদ্বিতীয়।
১০. তাঁর সন্তানাদি :
তাঁর চারজন পুত্র সন্তান ছিল। তাঁরা হচ্ছেন আবদুল্লাহ, মা’বাদ, আবদুর রহমান ও সাবেত।
১১. ইন্তেকাল :
তিনি হিজরী ৫৪ সালে মতান্তরে ৭৪ সালে হযরত আলী (রা)-এর খেলাফত আমলে মদিনায় কারো মতে কুফায় ইন্তেকাল করেন।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে সাবিত রাঃ এর জীবনী
হযরত নোমান ইবনে বশীর রাঃ এর জীবনী
হযরত মুগীরা ইবনে শুবা রাঃ এর জীবনী
হযরত আবু আইয়ুব আল আনসারী রাঃ এর জীবনী
হযরত উবাই ইবনে কাব রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত আবু কাতাদা, হযরত কাতাদা, কাতাদাহ এর জীবনী,হযরত আবু কাতাদা, hazrat abu qatada,হযরত আবু কাতাদা (রা),হযরত আবু কাতাদা রাঃ,হযরত আবু কাতাদা রাঃ এর জীবনী,আবু কাতাদা রাঃ,আবু কাতাদা রাঃ এর জীবনী |