আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে ওমর,আবদুল্লাহ ইবনে ওমর,আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী,আবদুল্লাহ ইবনে উমর,আবদুল্লাহ ইবনে উমর জীবনী,আব্দুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে ওমর রা এর জীবনী,আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ),আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী,abdullah ibn umar,abdullah ibn umar death,abdullah ibn umar grave,

আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী

প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা)-এর পরিচয় ও জীবনী নিম্নে পেশ করা হলো ।

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম আবদুল্লাহ, উপনাম আবু আবদুর রহমান, পিতার নাম ওমর ইবনুল খাত্তাব, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। মাতার নাম যয়নব বিনতে মাযউন। তিনি কুরাইশ বংশোদ্ভূত একজন বিশিষ্ট সাহাবী ছিলেন।

২. জন্ম :

তিনি রাসূলুল্লাহ (স)-এর নবুয়তপ্রাপ্তির এক বছর পূর্বে ৬০৯ খ্রিস্টাব্দে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন।

৩. বংশধারা :

আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আবদুল উযযা ইবনে লুয়াই। তাঁর নবম পুরুষ গিয়ে রাসূলুল্লাহ (স)-এর বংশের সাথে মিলিত হয়েছে।

৪. ইসলাম গ্রহণ :

আবদুল্লাহ ইবনে ওমর অতি অল্প বয়সে পিতা হযরত ওমর (রা)-এর সাথেই নবুয়তের ষষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন । ইসলাম গ্রহণকালে তাঁর বয়স ছিল সাত বছর।

৫. হিজরত :

রাসূল (স)-এর হিজরতের সময় ১১ বছর বয়সে পিতার সাথে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন।

৬. জেহাদে অংশগ্রহণ :

বয়ঃকনিষ্ঠ হওয়ার কারণে তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তবে খন্দকসহ পরবর্তী সকল যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাইয়াতুর রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন।

৭. হাদীসের খেদমত :

তিনি المكشرون তথা সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবীদের অন্তর্ভুক্ত। তিনি সর্বমোট ২৬৩০টি হাদীস বর্ণনা করেন। তন্মধ্যে متفق عليه হাদীসের সংখ্যা ১৭০টি। ইমাম বুখারী (র) এককভাবে ৮১ ও ইমাম মুসলিম (র) এককভাবে ৩১টি হাদীস স্ব-স্ব গ্রন্থে সংকলন করেছেন। এছাড়াও অন্যান্য সহীহ হাদীসগ্রন্থে তাঁর নিকট হতে অনেক হাদীস বর্ণিত হয়েছে। তাঁর নিকট অনেক সাহাবী ও তাবেয়ী হাদীস অধ্যয়ন করেন। যেমন- হযরত সালেম, হামযা, ওবায়দুল্লাহ, ইবনুল মুসাইয়াব, নাফেসহ অনেকে ।

৮. গুণাবলি :

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) ছিলেন তাকওয়াবান, প্রাজ্ঞ আলেম, বিনয়ী, কোমলপ্রাণ, ধৈর্যশীল, বদান্য, আত্মত্যাগী, অল্পে তুষ্ট, স্পষ্টবাদী ও অন্যায় বর্জনকারী। তাঁর পরহেযগারি সম্পর্কে হযরত মায়মুন ইবনে মিরান বলেন, আমি ইবনে ওম’র (রা) হতে সার্বিক ব্যাপারে অধিক পরহেযগার আর কাউকে দেখিনি।

১. ইন্তেকাল :

খলিফা আবদুল মালেকের শাসনামলে ৭৩ অথবা ৭৪ হিজরীতে ৮৩ বা ৮৪ বছর বয়সে মক্কার নিকটবর্তী ‘কাখ’নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। তাঁর জানাযায় ইমামতি করেন হাজ্জাজ ইবনে ইউসুফ । তাঁকে মুহাজিরদের কবরস্থান, যি-তুয়াতে সমাহিত করা হয় ।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

হযরত আনাস রাঃ এর জীবনী

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী

হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী

হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী

হযরত উম্মে সালমা রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী

হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত আবদুল্লাহ ইবনে ওমর,আবদুল্লাহ ইবনে ওমর,আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী,আবদুল্লাহ ইবনে উমর,আবদুল্লাহ ইবনে উমর জীবনী,আব্দুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে ওমর রা এর জীবনী,আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ),আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী,abdullah ibn umar,abdullah ibn umar death,abdullah ibn umar grave,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top