হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী,হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা,হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ,আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ, আবদুল্লাহ ইবনে আবু আওফা,
আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী

প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা)-এর সংক্ষিপ্ত জীবনী নিম্নে উপস্থাপন করা হলো-

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম আবদুল্লাহ বা আলকামাহ, উপনাম আবু মুয়াবিয়া, তাঁর পিতার নাম আবু আওফা এবং খালেদ। ইসলামী জগতে তিনি ইবনে আবু আওফা নামে অধিক প্রসিদ্ধ।

২. বংশ পরম্পরা :

আবদুল্লাহ বা আলকামা ইবনে খালেদ ইবনে হারেস ইবনে আবু উসাইদ ইবনে রিফায়াহ ইবনে সালাবা ইবনে হাওয়াযিন ইবনে আসলাম ইবনে আফসা।

৩. ইসলাম গ্রহণ :

তিনি ষষ্ঠ হিজরীতে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন, তিনি হোদায়বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ানে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেন।

৪. যুদ্ধে অংশগ্রহণ :

তিনি খায়বার, হোনাইনসহ অনেক যুদ্ধে ইসলামের পক্ষে বীরত্ব প্রদর্শন করেন। তিনি মক্কা বিজয়সহ রাসূল (স)-এর সাথে মোট সাতটি যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেন। তিনি হযরত আবু বকর ও আলী (রা)-এর খেলাফতের সময় দীর্ঘদিন বাইতুল মালের সম্পাদক পদে নিয়োজিত ছিলেন।

৫. হাদীসে অবদান :

তিনি সর্বমোট ৯৫টি হাদীস বর্ণনা করার সৌভাগ্য অর্জন করেন। এর মধ্যে متفق عليه হাদীসের সংখ্যা হলো ১০টি। আর ইমাম বুখারী (র) এককভাবে ৫টি হাদীস বর্ণনা করেন। ইমাম মুসলিম (র) এককভাবে তার বর্ণিত হাদীস বর্ণনা করেননি।

৬. ইন্তেকাল :

তাঁর মৃত্যুসময় নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। কারো মতে ৮৬, কারো মতে ৮৮ রীতে তিনি ইন্তেকাল করেন । শেষ জীবনে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তিনি কুফায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবী ছিলেন।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

হযরত আনাস রাঃ এর জীবনী

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী

হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী

হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী

হযরত উম্মে সালমা রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী,হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা,হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ,আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ, আবদুল্লাহ ইবনে আবু আওফা,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top