বাচ্চাদের কাফনের পদ্ধতি
ছেলে-মেয়ে যারা এখনও সাবালেগ হয়নি এবং হওয়ার সময়ও আসেনি তারা যদি মারা যায় তাহলে তাদেরকে -তিন বা পাঁচ অর্থাৎ মাসনুন কাপড়ে কাফন দেয়া ভাল, তবে এক বা দুই কাপড়েও তাদেরকে কাফন দেয়া জায়েয আছে। আর যদি তারা সাবালেগ হয় বা হওয়ার সময় নিকটবর্তী অবস্থায় মারা যায় তাহলে ছেলেকে পুরুষের ন্যায় আর মেয়েদেরকে মহিলাদের ন্যায় কাফন দিবে।
শিশু বাচ্চার লাশ বহন পদ্ধতি
দুগ্ধপোষ্য শিশু বাচ্চা, অথবা তার থেকে কিছু বড় বাচ্চা যদি মারা যায় তাহলে কাফন পড়ায়ে একজন ব্যক্তিই দুই হাতে করে নিয়ে যাবে- কিছু পরপর লোক পরিবর্তনও করা যাবে।
নবজাত শিশুর মৃত্যুর হুকুম
ভূমিষ্ঠ হওয়া মাত্রই যে শিশু মৃত্যু হয়েছে তার নাম রাখবে এবং উপরোক্ত নিয়মে গোসল, কাফন এবং জানাযার নামায পড়ে দাফন করবে।
মৃত বাচ্চার দাফন-কাফন
যে শিশু মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে বা জীবিত হওয়ার কোন আলামত পাওয়া যায়নি, তার নাম রাখবে, গোসল দিবে, কিন্তু নিয়মমত কাফন দেয়া আবশ্যক নয়। যে কোন কাপড় দিয়ে পেচায়ে দাফন করে দিবে।
বালেগ ও নাবালেগের কাফনের সংখ্যা
ছেলে-মেয়ে বালেগ হওয়ার কাছাকাছি সময় যদি মারা যায় তাহলে তাদেরকে তিন ও পাঁচ কাপড় দ্বারা কাফন দিবে। আর যদি একেবারে ছোট হয় তাহলেও তাদেরকে সুন্নত মুতাবেক তিন ও পাঁচ কাপড় দ্বারা কাফন দেয়া উত্তম। তবে যদি মেয়েকে দুই কাপড় তথা ইযার ও লেফাফা পরিয়ে দেয় আর ছেলে কে এক কাপড় তথা লেফাফা পরিয়ে দেয় তাও জায়িয আছে।
আরো পড়ুন :
মহিলাদের কাফনের কাপড় পড়ানোর নিয়ম