মহিলাদের কাফনের কাপড় পড়ানোর নিয়ম

মহিলাদের কাফন, মহিলাদের কাফনের কাপড় কাটার নিয়ম, মহিলাদের কাফনের কাপড় পড়ানোর নিয়ম, মহিলাদের কাফনের কাপড় কয়টি,মাহিলাদের কাফনের কাপড়,মহিলাদের কাফনের কাপড় কয়টি ও কি কি,মহিলাদের কাফনের কাপড় পড়ানোর নিয়ম, মহিলাদের কাফনের কাপড় কাটার নিয়ম, মহিলাদের কাফনার কাপড় কয়টি ও কি কি, মহিলাদের কাফনার কাপড়, মহিলাদের কাফন কয় কাপড়ে করতে হয়, মহিলাদের কাফনার কাপড় কয় টুকরা, মহিলাদের কাফন পরানোর নিয়াম,মহিলাদের কাফনের কাপড় পরানোর পদ্ধতি,মহিলাদের কাফন দেওয়ার পদ্ধতি,
মহিলাদের কাফনের কাপড় কয়টি

মহিলাদের কাফনের কাপড় কয়টি

মহিলাদের কাফনের কাপড় ৫ টি। সাভাবিক অবস্থায় মহিলাদেরকে পাঁচ কাপড়ে কাফন দেয়া সুন্নত। কেননা উম্মে আতিয়া (রা:) এর বর্ণনায় এসেছে যে রাসূল (সা:) তাঁর মেয়েকে গোসলদানকারীণী মহিলাদেরকে কাফনের জন্য পাঁচ কাপড় দিয়েছিলেন। [বাদায়ে – (২/৩৮), আল বাহরুর রায়েক – (২/৩০৯)]

এই পাঁচ কাপড়ের তিন কাপড় অর্থাৎ ইয়ার, লেফাফা ও কামিস পুরুষের ন্যায়-ই হবে, আর বাকী দুই কাপড়ের বিবরণ হলো-

১. খেমার অর্থাৎ সেরবন্দ যা প্রায় তিন হাত পরিমাণ লম্বা হবে, আর দ্বিতীয়টি হলো খেরকা অর্থাৎ সিনাবন্দ, যা বুক থেকে রান পর্যন্ত হবে। [আল বাহরুর রায়েক – (২/৩০৯), ফাতওয়ায়ে শামী- (৩/৯৮), বাদায়ে- (২/৩৯)]

মহিলাদের কাফনের কাপড় পড়ানোর নিয়ম

মহিলাদের কাফন পরানোর দু’টি পদ্ধতি রয়েছে- দু’টি যে কোন এক পদ্ধতিতেই দেয়া যেতে পারে কোন অসুবিধা নেই।
১. সর্বোপ্রথম সুগন্ধি দিয়ে খাটিয়ার উপর খেরকা অর্থাৎ সিনাবন্দ রাখবে, এরপর লেফাফা বিছাবে, অতপর ইযার অতপর কামিস রাখবে, এরপর মৃত ব্যক্তির লাশকে তার উপর রাখবে, অতপর কামিস পরিধান করাবে এরপর তার চুলকে দুই ভাগে ভাগ করে (খেমার) উর্ণা দিয়ে ঢেকে দুই দিকে থেকে দু’আঁচল বুকের উপর রাখবে। এরপর পূর্ব উল্লেখিত নিয়ম মোতাবেক বাম দিক থেকে ইযার উঠাবে এরপর লেফাফা এরপর খেরকা অর্থাৎ সিনাবন্দের বাম পার্শ্ব এরপর ডান পার্শ্বের পাট দ্বারা কাফন পরান সমাপ্ত করবে- খুলে যাওয়ার আশংকা থাকলে গিড়া দিয়ে দিবে।

২. আর অপর পদ্ধতি হলো- খেমারটি সবাই বাইরে না দিয়ে লেফাফার ভেতরে আর কামিস ও ইযারের বাইরে দিবে। অর্থাৎ কামিসের উপর ইযার- তাঁর উপর খেরকা এবং তার উপর লেফাফা দিবে।

আরো পড়ুন :

পুরুষের কাফন পরানোর নিয়ম

মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার বিধান

মৃতকে গোসল দেওয়ার নিয়ম

ট্যাগ সমূহ : মহিলাদের কাফন, মহিলাদের কাফনের কাপড় কাটার নিয়ম,মাহিলাদের কাফনের কাপড়,,মহিলাদের কাফনের কাপড় কাটার নিয়ম, মহিলাদের কাফনার কাপড় কয়টি ও কি কি, মহিলাদের কাফনের কাপড়, মহিলাদের কাফন কয় কাপড়ে করতে হয়, মহিলাদের কাফনার কাপড় কয় টুকরা, ,মহিলাদের কাফনের কাপড় পরানোর পদ্ধতি,মহিলাদের কাফন দেওয়ার পদ্ধতি,মহিলাদের কাফন পরানোর নিয়াম,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top