একটি বছর ঘুরে আবারও আমাদের মাঝে চলে এসেছে মাহে রমাদান। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- সেহরি ও ইফতারের সময়সূচি জেনে নেওয়া। কেননা, আল্লাহ তা’আলা সেহরী ও ইফতারের সময় নির্দিষ্ট করে দিয়েছেন।
তিনি বলেন, “তোমরা পানাহার করো, যে পর্যন্ত না তোমাদের কাছে ভোরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম বা রোজা পালন করো।” (সূরা বাকারা : ১৮৭)
সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
পৃথিবীর আহ্নিক গতির কারণে সেহরি ও ইফতারের সময়সূচি আলাদা হয়ে থাকে। আমাদের দেশেও এলাকাভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি আলাদা আলাদা। কেননা, এক এক স্থানে সূর্য এক এক সময় ওঠে এবং এক এক সময় অস্ত যায় বলে, সেহরি ও ইফতারের সময়সূচি আলাদা।
সেহরি ও ইফতারের সময়সূচি গাজীপুর :
ইসলামিক ফাউন্ডেশন গত ১২ই ফেব্রুয়ারি ২০২৩ এ (১৪৪৪ হিজরী) বা ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার প্রকাশ করেছে। আমরা সেই মোতাবেক প্রতি জেলার ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার আপডেট করেছি।
Note : ঢাকা জেলা থেকে গাজীপুর জেলার সেহরির সময় পার্থক্য ১ মিনিট এবং ইফতারের সময় পার্থক্য ০ মিনিট। যা নিচের ক্যালেন্ডারে যোগ-বিয়োগ করেই দেওয়া আছে।
গাজীপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
১৪৪৪ হিজরী রমজান | ২০২৩ খ্রিষ্টাব্দ মার্চ/এপ্রিল | বার | সাহরীর শেষ সময় | ফজরের ওয়াক্ত শুরু | ইফতারের সময় |
রহমত | রহমত | রহমত | রহমত | রহমত | রহমত |
০১ | ২৪ মার্চ | শুক্র | ৪:৩৮ মি: | ৪:৪৪ মি: | ৬:১৪ মি: |
০২ | ২৫ মার্চ | শনি | ৪:৩৭ মি: | ৪:৪৩ মি: | ৬:১৫ মি: |
০৩ | ২৬ মার্চ | রবি | ৪:৩৫ মি: | ৪:৪১ মি: | ৬:১৫ মি: |
০৪ | ২৭ মার্চ | সোম | ৪:৩৪ মি: | ৪:৪০ মি: | ৬:১৬ মি: |
০৫ | ২৮ মার্চ | মঙ্গল | ৪:৩৩ মি: | ৪:৩৯ মি: | ৬:১৬ মি: |
০৬ | ২৯ মার্চ | বুধ | ৪:৩২ মি: | ৪:৩৮ মি: | ৬:১৭ মি: |
০৭ | ৩০ মার্চ | বৃহস্পতি | ৪:৩০ মি: | ৪:৩৬ মি: | ৬:১৭ মি: |
০৮ | ৩১ মার্চ | শুক্র | ৪:২৯ মি: | ৪:৩৫ মি: | ৬:১৮ মি: |
০৯ | ১ এপ্রিল | শনি | ৪:২৮ মি: | ৪:৩৪ মি: | ৬:১৮ মি: |
১০ | ২ এপ্রিল | রবি | ৪:২৭ মি: | ৪:৩৩ মি: | ৬:১৯ মি: |
মাগফিরাত | মাগফিরাত | মাগফিরাত | মাগফিরাত | মাগফিরাত | মাগফিরাত |
১১ | ৩ এপ্রিল | সোম | ৪:২৬ মি: | ৪:৩২ মি: | ৬:১৯ মি: |
১২ | ৪ এপ্রিল | মঙ্গল | ৪:২৫ মি: | ৪:৩১ মি: | ৬:১৯ মি: |
১৩ | ৫ এপ্রিল | বুধ | ৪:২৩ মি: | ৪:২৯ মি: | ৬:২০ মি: |
১৪ | ৬ এপ্রিল | বৃহস্পতি | ৪:২৩ মি: | ৪:২৯ মি: | ৬:২০ মি: |
১৫ | ৭ এপ্রিল | শুক্র | ৪:২২ মি: | ৪:২৮ মি: | ৬:২১ মি: |
১৬ | ৮ এপ্রিল | শনি | ৪:২১ মি: | ৪:২৭ মি: | ৬:২১ মি: |
১৭ | ৯ এপ্রিল | রবি | ৪:২০ মি: | ৪:২৬ মি: | ৬:২১ মি: |
১৮ | ১০ এপ্রিল | সোম | ৪:১৯ মি: | ৪:২৫ মি: | ৬:২২ মি: |
১৯ | ১১ এপ্রিল | মঙ্গল | ৪:১৮ মি: | ৪:২৪ মি: | ৬:২২ মি: |
২০ | ১২ এপ্রিল | বুধ | ৪:১৭ মি: | ৪:২৩ মি: | ৬:২৩ মি: |
নাজাত | নাজাত | নাজাত | নাজাত | নাজাত | নাজাত |
২১ | ১৩ এপ্রিল | বৃহস্পতি | ৪:১৬ মি: | ৪:২২ মি: | ৬:২৩ মি: |
২২ | ১৪ এপ্রিল | শুক্র | ৪:১৪ মি: | ৪:২০ মি: | ৬:২৩ মি: |
২৩ | ১৫ এপ্রিল | শনি | ৪:১৩ মি: | ৪:১৯ মি: | ৬:২৪ মি: |
২৪ | ১৬ এপ্রিল | রবি | ৪:১২ মি: | ৪:১৮ মি: | ৬:২৪ মি: |
২৫ | ১৭ এপ্রিল | সোম | ৪:১১ মি: | ৪:১৭ মি: | ৬:২৪ মি: |
২৬ | ১৮ এপ্রিল | মঙ্গল | ৪:১০ মি: | ৪:১৬ মি: | ৬:২৫ মি: |
২৭ | ১৯ এপ্রিল | বুধ | ৪:০৯ মি: | ৪:১৫ মি: | ৬:২৫ মি: |
২৮ | ২০ এপ্রিল | বৃহস্পতি | ৪:০৮ মি: | ৪:১৪ মি: | ৬:২৬ মি: |
২৯ | ২১ এপ্রিল | শুক্র | ৪:০৭ মি: | ৪:১৩ মি: | ৬:২৬ মি: |
৩০ | ২২ এপ্রিল | শনি | ৪:০৬ মি: | ৪:১২ মি: | ৬:২৭ মি: |
গাজীপুর | গাজীপুর | গাজীপুর | গাজীপুর | গাজীপুর | গাজীপুর |
উপরের সেহেরির সময়সূচী ও ইফতারের সময়সূচির তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে; ইসলামিক ফাউন্ডেশন এর প্রকাশ করা সময়সূচী থেকে। চাইলে সেটিও দেখে নিতে পারেন এই লিংক থেকে।
আল্লাহ তা’আলা আমাদের সকলকে সুস্থ রেখে মাহে রমজানের সবগুলো রোজা এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। (আমিন)
আরো পড়ুন :
রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে ?
০১. সূরা ফাতিহা এর তাফসীর নামকরন ও শানে-নুযূল