হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

প্রিয়নবী (স)-এর অন্যতম প্রিয় সহচর ছিলেন হযরত জোবায়ের ইবনে মুতয়িম (রা) । তিনি ছিলেন আরবদের অন্যতম বংশতালিকা বিশেষজ্ঞ ও একজন সুদক্ষ বিচারক। নিম্নে তাঁর সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হলো-

১. নাম ও বংশ পরিচিতি :

তাঁর নাম জোবায়ের। উপনাম আবু মুহাম্মদ। পিতার নাম মুতয়িম ইবনে আদী ইবনে নওফল । মাতার নাম উম্মে হাবীবা বা উম্মে জামিল।

২. বংশধার :

জোবায়ের ইবনে মুতয়িম ইবনে আদী ইবনে নওফল ইবনে আবদে মানাফ আল কুরাইশী আন নাওফলী ।

৩. জন্মস্থান :

তিনি মক্কার কুরাইশ বংশে একটি সম্ভ্রান্ত শাখায় জন্মগ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মক্কায় অবস্থান করেন। পরবর্তীতে তিনি মদিনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

৪. ইসলাম গ্রহণ :

তিনি কখন ইসলাম গ্রহণ করেছেন, এ ব্যাপারে কয়েকটি বর্ণনা পাওয়া যায় । তন্মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, তিনি খায়বার বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেন। আবার কারো কারো মতে, হোদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের মাঝামাঝি সময়ে তিনি ইসলাম গ্রহণ করেন।

৫. ইসলাম গ্রহণের পূর্বের অবস্থা ও হযরত হামযার শাহাদাত :

তিনি বদর ও উহুদ যুদ্ধের সময় মুশরিক ছিলেন। বদর যুদ্ধের বন্দিদের ফিদইয়া সংক্রান্ত ব্যাপারে তিনি রাসূল (স)-এর দরবারে আগমন করেছিলেন ! বদর যুদ্ধে জোবায়ের (রা)-এর চাচা ও হিন্দার পিতা ওতবা হযরত হামযা (রা)-এর হাতে নিহত হয়। তার প্রতিশোধ নেয়ার জন্য হিন্দা ও জোবায়ের (রা) স্বীয় দাস ওয়াহশীকে উহুদ যুদ্ধে এই বলে প্রেরণ করল যে, যদি সে হামযা (রা)-কে হত্যা করতে পারে, তবে তাকে আযাদ করে দেয়া হবে। হযরত জোবায়ের (রা) ও হিন্দার প্রতিশ্রুতি অনুযায়ী ওয়াহশী হযরত হামযা (রা)-এর ওপর আক্রমণ করলে তিনি শাহাদাতবরণ করেন।

৬. জেহাদে অংশগ্রহণ :

তিনি রাসূল (স)-এর মাদানী যুগের শেষ দিকে ইসলাম গ্রহণ করার কারণে বদর, উহুদ, খন্দকসহ অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তবে মক্কা বিজয়ের পর হোনাইনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত জোবায়ের ইবনে মুতয়িম,জোবায়ের ইবনে মুতয়িম এর জীবনী, হযরত জোবায়ের রাঃ এর জীবনী, জুবায়ের রা,হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top