হজ্জ কত হিজরীতে ফরজ হয়েছে ?

হজ্জ কত হিজরীতে ফরজ হয়েছে
হজ্জ কত হিজরীতে ফরজ হয়েছে

হজ্জ এর অর্থ কি ?

হজ্জ এর অর্থ কি : হজ্জ শব্দটি আরবী। হজ্জ এর আবিধানিক অর্থ হচ্ছে- ইচ্ছা করা, সংকল্প করা, সফর ও ভ্রমণ করা ইত্যাদি।

হজ্জ কাকে বলে ?

হজ্জ কাকে বলে : ইসলামী পরিভাষায় হজ্জ হলো- আল্লাহ তা’আলার সন্তুষ্ট ও নৈকট্য লাভের আশায় কুরআন-সুন্নাহ অনুসারে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত স্থানে, নির্দিষ্ট নিয়মে, বিশেষ কিছু কর্ম সম্পাদন করা কে হজ্জ বলে।

হজ্জ ইসলামের অন্যতম একটি ফরজ বিধান এবং তা অবশ্য পালনীয়। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্য হজ্জ অন্যতম। আর এটি বান্দার অর্থ সম্পদ ও শারীরিক শক্তিমত্তা উভয়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই ইবাদত পালন করতে সম্পদ এবং শারীরিক শক্তি সামর্থ্য দুটোর প্রয়োজন।

হজ্জ কত হিজরীতে ফরজ হয়েছে ?

হজ্জ কত হিজরীতে ফরজ হয়েছে এ ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন। কারো কারো মতে পঞ্চম হিজরীতে, আবার কারো মতে ষষ্ঠ হিজরীতে, আবার কারো মতে দশম হিজরীতে হজ্জ ফরজ হয়েছে।অপেক্ষাকৃত শুদ্ধ অভিমত হচ্ছে- শেষের দুটি অভিমত। অর্থাৎ হিজরী নবম সালে অথবা দশম সালে হজ্জ ফরজ হয়েছে। দলীল হচ্ছে-

সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে, অর্থাৎ “মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ্জ করা তার পক্ষে অবশ্য কর্তব্য। আর যে অস্বীকার করবে (সে জেনে রাখুক যে), আল্লাহ জগতের উপর নির্ভরশীল নয়।” (আল ইমরান : ৯৭)

মূলত এই আয়াতের ভিত্তিতেই হজ্জ ফরজ হয়। আর এই আয়াতটি নবম হিজরির শেষের দিকে নাযিল হয়েছে। সে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহু কে হাজীদের আমির নিযুক্ত করে হজব্রত পালনের জন্য পাঠান। পরবর্তী বছর তথা দশম হিজরীতে তিনি (রাসূল সাঃ) নিজে হজ্জ সম্পাদন করেন। অতএব, নবম হিজরির শেষ দিকে হজ্জ ফরজ হয়েছে (আল্লাহই ভালো জানেন।)

আরো পড়ুন :

রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে ?

যাকাতের খাত কয়টি ?

যাদের উপর যাকাত ফরজ তার বিস্তারিত বর্ণনা

রোজার ফরজ কয়টি ও কি কি ?

রোজা ভঙ্গের কারণ সমূহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top