সুন্নত কাকে বলে ও সুন্নত কত প্রকার

সুন্নত কাকে বলে,সুন্নত কত প্রকার, সুন্নাত শব্দের অর্থ কি,সুন্নাতে মুয়াক্কাদা কাকে বলে, সুন্নাত কি,

সুন্নাত শব্দের অর্থ কি

‘সুন্নাত’ শব্দের আভিধানিক অর্থ ‘পথ’। উদাহরন হিসেবে বলা যায় যেমন; আল্লাহ তা’আলা বলেন- “আল্লাহর সুন্নাত, যা পূর্ব থেকেই কার্যকর হয়ে রয়েছে। আর আল্লাহর এ সুন্নাতে কোনরূপ পরিবর্তন দেখবেনা কখনো।” (আল ফাতহঃ ৪৮) তিনি আরো বলেন -“তুমি আল্লাহর সুন্নাতে কোনরূপ পরিবর্তন হতে- কোনো প্রকারের ব্যতিক্রম হতে দেখবেনা।” (আল ফাতীরঃ ৪২)

সুন্নত কাকে বলে

সুন্নাত হচ্ছে, ‘‘কুরআন ছাড়া যা কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশ পেয়েছে’’ অর্থাৎ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, স্বীকৃতি, লিখা, ইঙ্গিত, প্রতিজ্ঞা ও বর্জনকে সুন্নাত বলে।

সুন্নত কত প্রকার

সুন্নাত ঐসব কাজ যা নবী সমাহার এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু করেছেন । তা দু’ প্রকার— (ক). সুন্নাতে মুয়াক্কাদাহ (খ). সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ ।

(ক).সুন্নাতে মুয়াক্কাদাহ

সুন্নাতে মুয়াক্কাদাহ হলো- ঐসব কাজ যা নবী (সা:) এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু হামেশা করেছেন এবং ওযর ব্যতীত কখনো ত্যাগ করেননি। অবশ্য যারা করেনি তাদেরকে সতর্ক করে দেননি। তবে যে ব্যক্তি বিনা ওযরে তা পরিত্যাগ করে এবং ছেড়ে দেয়ার অভ্যাস করে সে ফাসেক এবং গুনাহগার । নবী (সা:) সাপাহার -এর শাফায়াত থেকে সে বঞ্চিত হবে । অবশ্য ঘটনাক্রমে কোনোটা বাদ গেলে সে অন্য কথা ।

(খ).সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ

সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ হলো- যে কাজ নবী (সা:) অথবা সাহাবীগণ করেছেন এবং বিনা ওযরে কখনো আবার ছেড়েও দিয়েছেন। এ কাজ করলে খুব সওয়াব না করলে গুনাহ নেই ।

আরো পড়ুন :

ওয়াজিব কাকে বলে

ওয়াজিব শব্দের অর্থ কি

গোসলের ফরজ কয়টি ও কি কি ?

নামাজের ফরজ মোট 13 টি

নামাজের সুন্নাত সমূহ

রোজার ফরজ কয়টি ও কি কি ?

ওযুর ফরজ কয়টি ও কি কি ?

জানাজার নামাজের বিধান

তায়াম্মুমের নিয়ম

তায়াম্মুমের ফরজ কয়টি

দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ

দোয়ায়ে মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ

কবর জিয়ারতের দোয়া

ট্যাগ সমূহ : সুন্নত কাকে বলে,সুন্নত কত প্রকার,সুন্নাত শব্দের অর্থ কি,সুন্নাতে মুয়াক্কাদা কাকে বলে, সুন্নাত কি,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top