মৃত্যুর পর রূহ কোথায় যায়

মৃত্যুর পর রূহ কোথায় যায়,মৃত্যুর পর রূহ যেথায় থাকে,মৃত্যুর পর রূহ কোথায় থাকে,মৃত্যুর পর রূহ,মানুষের রুহ কোথায় থাকে,

মৃত্যুর পর রূহ কোথায় যায়

রূহ সম্পর্কে কাফেররা রাসূলুল্লাহ (স)-কে প্রশ্ন করেছিল। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে, তাদের প্রশ্ন উদ্ধৃত করে তার জবাব দিয়ে ইরশাদ করেন- يَسْتَلُونَكَ عَنِ الرُّوح قُلِ الرُّوح مِنْ أَمْرِ رَبِّي
এখন প্রশ্ন হলো, আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কোথায় থাকে? নিম্নে এ সম্পর্কে আলেমদের বিভিন্ন উক্তি উল্লেখ করা হলো-

মৃত্যুর পর রূহ যেথায় থাকে :

মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত রূহ কোথায় থাকবে, এ ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন, মুমিনদের রূহ জান্নাতে থাকবে এবং কাফেরদের রূহ জাহান্নামে থাকবে। কেউ বলেন, মুমিনদের রূহ জান্নাতের প্রাঙ্গণে থাকবে। সেখানেই তারা জান্নাতের সুঘ্রাণ ও সুখ পেতে থাকবে। ইমাম মালেক (র) বলেছেন, আমার কাছে এমর্মে সংবাদ পৌঁছেছে যে, রূহ যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায় ।

কেউ বলেন, মুমিনদের রূহ জাবিয়া নামক একটি স্থানে আর কাফেরদের রূহ সৌদি আরবের হাযরামাউতের বরহুত নামক একটি কূপে থাকবে। ইবনে আবদুল বার (র) বলেন, শহীদগণের রূহ জান্নাতে থাকবে, আর সাধারণ মুসলমানদের রূহ জান্নাতের প্রাঙ্গণে থাকবে। ইবনে শিহাব যুহরী (র) বলেন, শহীদদের রূহ একটি সবুজ পাখির মতো হয়ে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। সেখান থেকেই তারা জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে।

সর্বপরি কথা হচ্ছে যে রূহের গন্তব্য বা পরিণতি নির্ভর করে ব্যক্তির আমলের ওপর। সে নেককার হলে তার স্থান হবে ইল্লীনে, যেখানে সুখে শান্তিতে বিচরণ করবে। আর বদকার কাফের হলে সিজ্জীনে চির অশান্তি ও আযাবের স্থানে নিক্ষিপ্ত হবে।

আরো পড়ুন :

জানাজার নামাজের বিধান

লাশ বহন করার নিয়ম

মহিলাদের কাফনের কাপড় পড়ানোর নিয়ম

পুরুষের কাফন পরানোর নিয়ম

মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার বিধান

মৃতকে গোসল দেওয়ার নিয়ম

ট্যাগ সমূহ :মৃত্যুর পর রূহ যেথায় থাকে,মৃত্যুর পর রূহ কোথায় থাকে,মৃত্যুর পর রূহ,মানুষের রুহ কোথায় থাকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top