নামাজের ফরজ সমূহ
আল্লাহ তায়ালা তার বান্দার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ সমূহের মধ্যে কতগুলো ফরজ বিষয় রয়েছে তা আমাদের জানা একান্ত ভাবে জরুরী। তা নিচে রেফারেন্সসহ দেওয়া হল।
নামাজে ফরজ মোট ১৩ টি।
নামাজের বাহিরে মোট সাতটি কাজ ফরজ এগুলোকে আহকাম বলে। যথা:
(১)– শরীর পবিত্র হওয়া।[সূরা মায়িদা, আয়াত : ৬ ]
(২)– কাপড় পবিত্র হওয়া।[সূরা মুদ্দাসসির, আয়াত : ৪ ]
(৩) -নামাজের জায়গা পবিত্র হওয়া। [সূরা বাকারা, আয়াত : ১২৫ ]
(৪)– সতর ঢাকা (অর্থাৎ পুরুষের দুই কাঁধ ও নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কব্জি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা)
মনে রাখা আবশ্যক পর্দার ক্ষেত্রে নারীদের পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত। [সূরা আরাফ, আয়াত ৩১ ; সূরা নূর, আয়াত : ৩১ ]
(৫)- কেবলামুখী হওয়া [ সূরা বাকারা, আয়াত : ১৪৪ ]
(৬)– ওয়াক্ত মত নামাজ পড়া। [সূরা নিসা, আয়াত : ১০৩ ]
(৭)– অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা । [ বুখারী ১/২, হাদিস :১]
নামাজের ভেতরে মোট ৬টি কাজ ফরজ এগুলোকে আরকান বলে। যথা:
(১)– তাকবীরে তাহরীমা বলা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা। [ সূরা মুদ্দাসসির, আয়াত : ৩ ]
(২)– দাঁড়িয়ে নামাজ পড়া। [সূরা বাকারা আয়াত ২৩৮]
(৩)– কেরাত পড়া (অর্থাৎ কোরআন শরীফ থেকে ন্যূনতম ছোট এক আয়াত পরিমাণ পড়া ফরজ)। [সূরা মুজাম্মিল, আয়াত : ২০ ]
(৪)– রুকু করা।[সূরা হজ্জ, আয়াত : ৭৭ ]
(৫)– দুই সেজদা করা।[সূরা হজ্জ, আয়াত : ৭৭ ]
(৬)– শেষ বৈঠক করা। (নামাজের শেষে তাশাহুদ পরিমাণ বসা)
বিশেষ দ্রষ্টব্য : নামাজি ব্যক্তির নিজস্ব কোন কাজের মাধ্যমে (যেমন, সালাম ফেরানো ইত্যাদি) নামাজ থেকে বের হও একটি ফরজ। [আল বাহরুর রায়িক,১:৫১৩]
সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নামাজের ভিতরে ফরজগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে নামাজ আদায় করা। হে আল্লাহ! সমগ্র মুসলিম উম্মাহকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন । (আমীন)
Namaz somende ato kichu jana chilo na. Ato sunror vabe likhe bujhanor jonno sukriya….🌷🌷🌷🌷🌷
জাজাকআল্লাহু খায়রান।