হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী

হযরত বারা ইবনে আযেব (রা),হযরত বারা ইবনে আযেব (রা) এর জীবনী,বারা ইবনে আযেব (রা) এর জীবনী,হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী,বারা ইবনে আযেব,হযরত বারা ইবনে আযেব,বারা ইবনে আযেব রাঃ এর জীবনী,হযরত বারা রাঃ এর জীবনী,

হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী

হযরত বারা ইবনে আযেব (রা) মহানবী (স)-এর একজন সাহাবী। তাঁর পিতাও ছিলেন সাহাবী। তাঁরা উভয়ে ছিলেন ব্যতিক্রমধর্মী নামের অধিকারী । নিম্নে তাঁর সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করা হলো-

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম বারা। উপনাম আবু উমারা, আবু আমর ও আবু তোফায়েল : পিতার নাম আযেব । পিতা ও পুত্ৰ দু’জনেই সাহাবী ছিলেন। এ দু’নামে অন্য কোনো সাহাবী ছিলেন না। তিনি মদিনার আউস বংশে জন্মগ্রহণকারী আনসার সাহাবী।

২. বংশধারা :

বারা ইবনে আযেব ইবনে আদী ইবনে জশম ইবনে মুজাদায়া ইবনে হারেস ইবনে খাযরাজ আল আনসারী।

৩. ইসলাম গ্রহণ :

তিনি সাহাবীর পুত্র হওয়ায় শিশুকাল হতেই মুসলিম হিসেবে গণ্য। এ কারণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনই তিনি ইসলামের খেদমতে অতিবাহিত করেছেন।

৪. জেহাদে অংশগ্রহণ :

বয়সে খুব ছোট থাকায় তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তিনি সর্বপ্রথম খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল এর সবগুলোতেই তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি হযরত আলী (রা)-এর সাথে জঙ্গে জামাল, জঙ্গে সিফফীন ও নাহরাওয়ান যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি হযরত আবু মুসার সাথে তাসতুর নামক যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি হিজরী ২৪ সনে ‘রাই’ নামক স্থান জয় করেন।

৫. হাদীস বর্ণনা :

তিনি রাসূলুল্লাহ (স) থেকে সর্বমোট ৩২৫ টি হাদীস বর্ণনা করেছেন । তন্মধ্যে ইমাম বুখারী ও মুসলিম (র) সম্মিলিতভাবে ২২ টি এবং এককভাবে ইমাম বুখারী (র) ১৬টি ও ইমাম মুসলিম ৬টি হাদীস স্ব স্ব কিতাবে সংকলন করেছেন।

৬. তাঁর থেকে হাদীস বর্ণনাকারীগণ :

তাঁর নিকট হতে শাবী, ইবনে সাবেত (র) প্রমুখ বর্ণনাকারী হাদীস বর্ণনা করেছেন।

৭. ইন্তেকাল :

হযরত মুসয়াব ইবনে যোবায়েরের আমলে ৭২ হিজরীতে তিনি কুফা নগরীতে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি অনেক সন্তানসন্ততি রেখে যান।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত হামজা রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

হযরত আনাস রাঃ এর জীবনী

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী

আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী

আবু লুবাবা রাঃ এর জীবনী

হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী

হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী

হযরত উম্মে সালমা রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী

হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী

হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী

হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী

সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত বারা ইবনে আযেব (রা),হযরত বারা ইবনে আযেব (রা) এর জীবনী,বারা ইবনে আযেব (রা) এর জীবনী,হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী,বারা ইবনে আযেব,হযরত বারা ইবনে আযেব,বারা ইবনে আযেব রাঃ এর জীবনী,হযরত বারা রাঃ এর জীবনী,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top