
LD50 কী? (What is LD50?)
LD50 কী? (What is LD50?)
উত্তর : LD50 দ্বারা কোন বিষাক্ত পদার্থের বিষাক্ততার মানদণ্ড প্রকাশ করে। যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করলে এটি একটি নির্দিষ্ট সময় (২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা ইত্যাদি) ধরে অবিরাম ক্রিয়া করার ফলে কোন পরীক্ষণীয় প্রাণীর শতকরা ৫০% প্রাণী মৃত্যুমুখে পতিত হয়, কীটনাশক পদার্থের উক্ত পরিমাণকে LD50 বলে। এর একক হলো mg/kg।
আরো পড়ুন: টক্সিসিটি কী? (What is toxicity?)