প্রশ্ন: DDT কিভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে?

DDT কিভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে
DDT কিভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে

প্রশ্ন: DDT কিভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে?

উত্তর : পরিবেশে সম্পর্কিত প্রভাব : পরিবেশে ডিডিটি যৌগের সুস্থিত অবস্থানের কারণে প্রাথমিকভাবে এটি একটি আদর্শ কীটনাশক হিসেবে বিবেচিত হয়। প্রয়োগের পদ্ধতির ওপর নির্ভর করে একবার স্প্রে করলেও এটি সপ্তাহ থেকে বছর পর্যন্ত কীট দমনে ভূমিকা রাখে। যৌগটির নিম্ন বাষ্প চাপ এবং এর ফলশ্রুতিতে এর ধীর বাষ্পীভবন হার, পরিবেশের রাসায়নিক পদার্থও আলোর প্রেক্ষাপটে এর নিম্ন সক্রিয়তা এবং সর্বোপরি পানিতে নিম্ন দ্রাব্যতা এটিকে পরিবেশে দীর্ঘমেয়াদে স্থিতিশীল অবস্থায় বিদ্যমান থাকার সুযোগ প্রদান করে।

পানিতে অদ্রাব্য এবং ডেট্রিটাস বিযোজক জীবের দ্বারা অবিশ্লেষ্য হওয়ায় DDT দীর্ঘদিন সুস্থিত অবস্থায় পানি ও মাটিতে বিদ্যমান থাকতে সক্ষম। পরে ফলে DDT এর ক্রমবর্ধমান ব্যবহারে পরিবেশে এর পুঞ্জিভবন ঘটে। এছাড়া সঞ্চিত DDT এর কিছু পরিমাণ ক্ষারীয় পরিবেশে অধিকতর বিষক্রিয়াসম্পন্ন ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরোইথিন (Dichloro Diphenyl Dichlorve thene. DDE) যৌগে রূপান্তরিত হতে পারে।

জলজ এবং স্থলজ বাস্তুতান্ত্রিক পরিবেশ থেকে DDT এবং DDE প্রাণী এবং উদ্ভিজ্জ দেহে ক্রমশ পুঞ্জিভূত হয়। জীবদেহে DDT জীব অভাঙনযোগ্য (Nonbiodegradable) হওয়ায় খাদ্য শৃঙ্খলে অবস্থানকারী সদস্যদের দেহে ক্রমসঞ্চারিত হয়। এ ধরণের ক্রম প্রবাহে সর্বোচ্চ ট্রফিক স্তরের প্রাণিদেহে DDT এর পুঞ্জিভবনের পরিমাণ সর্বাধিক পর্যায়ে উপনীত হয়। জীব বিবর্ধনের কারণে মানুষ এবং ঈগল প্রভৃতি সর্বোচ্চ খাদকে DDT -এর পুঞ্জিভবনের পরিমাণ সবচেয়ে বেশি হয়।

আরো পড়ুন : COD কী? (What is COD?)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top