প্রশ্ন: গ্রিন হাউজ প্রভাব কি? ভূমণ্ডলের উপর এই প্রভাবের ফলাফলগুলো আলোচনা কর।

গ্রিন হাউজ প্রভাব কি, ভূমণ্ডলের উপর এই প্রভাবের ফলাফলগুলো আলোচনা কর।

প্রশ্ন: গ্রিন হাউজ প্রভাব কি? ভূমণ্ডলের উপর এই প্রভাবের ফলাফলগুলো আলোচনা কর।

উত্তর : গ্রিন হাউজ প্রভাব : শীত প্রধান দেশে কৃত্রিম উপায়ে সবজি, ফুল ও ফল চাষের জন্য এক ধরনের কাচের ঘর তৈরি করা হয়। এসব ঘরের বেড়া ও ছাউনি সবই কাচ দ্বারা নির্মাণ করা হয়, যাতে ঘরের ভেতর সহজেই আলো প্রবেশ করতে পারে। আলো প্রবেশ করার ফলে ঘরের ভেতরের উষ্ণতা বৃদ্ধি পায় এবং তা কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে কাচের ঘরটি কৃত্রিমভাবে গরম থাকে এবং এর তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে অধিক থাকে। কাচের তৈরি এই ঘরকেই বলা হয় গ্রিন হাউজ।

বায়ুমণ্ডলের ওজোনস্তরের ঘনত্ব সর্বাধিক। এখানে রয়েছে CO2 সহ কয়েকটি গ্যাসের এক বেষ্টনী। ঐ গ্যাসগুলোকে সমষ্টিগতভাবে গ্রিন হাউজ গ্যাস বলা হয়। এ গ্যাসগুলো কাচের দেয়ালের মতো বা কাচের ঘরের মতো কাজ করে। এজন্য ঘর ভেদ করে তাপ বাইরে যেতে পারে না। ফলে পৃথিবীর তাপমাত্রা সর্বাধিক থাকে। গ্রিন হাউজ গ্যাসগুলোর এই প্রভাবকেই গ্রিন হাউজ প্রভাব বলে।


নিচে ভূমণ্ডলের উপর গ্যাসের গ্রিন হাউজ প্রভাবের ফলাফল আলোচনা করা হলো :

১. তাপমাত্রা বৃদ্ধির ফলে কিছু অঞ্চল জলে ডুবে যাবে এবং কিছু অঞ্চল শুষ্ক হবে।

২. তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং সমুদ্র উপকূলীয় নিচু এলাকা পানিতে ডুবে যাবে। মৃত্তিকার উর্বরতা হ্রাস পাবে। কৃষি জমি কমে যাওয়ায় ফসল কমে যাবে।

৩. তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন প্রজাতির জীব পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হবে।

৪. সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস বৃদ্ধি পাবে। ফলে উপকূল বিপর্যস্ত হবে।

৫. সামুদ্রিক পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্রের পানির তাপীয় সম্প্রসারণের কারণে দ্রবীভূত CO2 এর ঘনমাত্রা হ্রাস পাবে।

৬. পৃথিবীর গড় তাপমাত্রা 3–5°C বৃদ্ধি পেলে পৃথিবীর দুই মেরুতে বরফ গলতে শুরু করবে। ফলে নিম্ন ভূমি পানিতে ডুবে যাবে।

আরো পড়ুন : বায়ু দূষণের প্রধান উৎসসমূহ আলোচনা কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top