
পেস্টিসাইড কী? (What is pesticides ?)
উত্তর : পেস্টিসাইড : যেসব বিষাক্ত রাসায়নিক যৌগ বিভিন্ন রোগ সৃষ্টিকারী বা ক্ষতিসাধনকারী অবাঞ্ছিত জীব (শেওলা, আগাছা, ছত্রাক, ব্যাকটেরিয়া, মশা, মাছি, ইদুর) এর বিনাশ সাধন, নিয়শ্চনের জন্য ব্যবহৃত হয় তাকে পেস্টিসাইড বলা হয়।
আরো পড়ুন: LD50 কী? (What is LD50?)