তায়াম্মুমের দোয়া
ইবাদত পালনের জন্য ইসলামে পবিত্রতা অর্জনের তাগিদ দেওয়া হয়েছে। পবিত্রতা অর্জন সাধারণত অজু, গোসল ইত্যাদির মাধ্যমে হয়ে থাকে। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, কোনো স্থানে পবিত্রতা অর্জনের জন্য পর্যাপ্ত পানি নেই কিংবা পানি ব্যবহার ব্যক্তির জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে ইসলাম তায়াম্মুম করার অনুমতি দিয়েছে।
আরো পড়ুন : মসজিদে যাওয়ার দোয়া
আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘আর যদি তোমরা অসুস্থ থাকো কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব-পায়খানা থেকে এসে থাকে কিংবা নারীগমন করে থাকো; কিন্তু পরে যদি পানির সম্ভাবনা না পাও; তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। মুখমণ্ডল ও হাত উভয় মাসেহ করে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’য়ালা ক্ষমাশীল।’ [সুরা নিসা আয়াত নং : ৪৩]
তায়াম্মুমের দোয়া: তায়াম্মুম শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। এরপর তায়াম্মুম করা শুরু করবে। ফরজ গোসলকারী ও ঋতুবতী মহিলাদের জন্যও একই মাসআলা। যেমনটি গোসলের ক্ষেত্রে বলা হয়েছে। তবে কালিমায়ে শাহাদাত ও অজুর অন্যান্য দুআ এবং চেহারা ও হাত মাসাহের সময়ে দুআর বিষয়ে কোনো উলামায়ে কেরামের বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। বাহ্যত মনে হচ্ছে, অযুর মতোই তার বিধান, কিন্তু তায়াম্মুম হলো অযুর মতো পবিত্রতার একটি মাধ্যম।