যাকাত আদায় সহীহ হওয়ার শর্ত

যাকাত আদায় সহীহ হওয়ার শর্ত

যাকাত আদয় সহীহ হওয়ার শর্ত ছয়টি। এ ছয়টি শর্ত পাওয়া গেলে যাকাত আদায় হবে। অন্যথায় হবে না। যেমন-
(১) যাকাত দেয়ার নিয়ত করা, (২) মুসলমান হওয়া, (৩) নির্দিষ্ট খাতে ব্যয় করা, (৪) মালিকানা বানিয়ে দেয়া, (৫) জ্ঞানসম্পন্ন হওয়া (৬) বালেগ হওয়া।

নিম্নে যাকাত আদায়ের শর্ত বিশ্লেষণ ও ফায়দা বর্ণিত হলো-

১. যাকাত দেয়ার নিয়ত করা। যাকাত বের করার সময় অথবা হকদারকে দেয়ার সময় যাকাত দেয়ার নিয়ত জরুরী। যাকাত বের করার সময় যাকাতের নিয়ত না করলে হবে না। যাকাতের জন্য এটা প্রয়োজন যে, সে মাল হকদারের কাছে পৌঁছে যেতে হবে।

২. মুসলমান হওয়া। যাকাত সহীহ হওয়ার শর্ত এই যে, যাকাতদাতাকে মুসলমান হতে হবে। যেহেতু অমুসলিমের ওপর যাকাত ওয়াজিবই নয়। সে জন্যে কোনো অমুসলিম যাকাত দিলে তা হবে না। অতএব ইসলাম গ্রহণের পূর্বে যদি কেউ ভবিষ্যতের যাকাত দিয়ে দেয় এবং তারপর ইসলাম গ্রহণ করে, তাহলে পূর্বের দেয়া যাকাত সহীহ হবে না। মুসলমান হওয়ার পর পুনরায় যাকাত দিতে হবে।

৩. যাকাত দেবার সময় যাকাত গ্রহণকারীকে তার মালিক বানাতে হবে। সে মালিক হকদারকে বানানো হোক অথবা যাকাত আদায়কারী ও বণ্টনকারী সংস্থাকে করা হোক।
৪. নির্দিষ্ট খাতে ব্যয় করা। যাকাত দেয়ার খাত কুরআনে বর্ণিত হয়েছে। এসব ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করলে তা হবে না।
৫. জ্ঞানসম্পন্ন হওয়া । মস্তিষ্ক বিকৃত অথবা পাগল যাকাত দিলে তা হবে না।
৬. বালেগ হওয়া । নাবালেগ শিশু যাকাত দিলে তা হবে না।

আরো পড়ুন :

জাকাত কি ?

যাদের উপর যাকাত ফরজ

যাকাতের গুরুত্ব

যাকাত ওয়াজিব হওয়ার শর্ত কি কি

ট্যাগ সমূহ : যাকাত আদায় সহীহ,যাকাত আদায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top