শিয়াদের পরিচয় :
ইসলামের ইতিহাসে হযরত আলী (রা)-এর অনুসারীরা শিয়া নামে পরিচিত। তারা মহানবী (স)-এর মৃত্যুর পর হযরত আলী (রা)-কে খেলাফতের মসনদে আসীন করার পক্ষপাতী ছিল। যেহেতু মহানবী (স) ওফাতের পূর্বে কোনো উত্তরসূরি মনোনীত করে যাননি, ফলে খলিফা নির্বাচনে রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে ইসলামে এ সম্প্রদায়ের উদ্ভব ঘটে। লক্ষণীয় ব্যাপার হলো, এ সম্প্রদায়টি হযরত আলী (রা) ও নবী পরিবারের প্রতি অযাচিত অতিরঞ্জিত ভালোবাসা দেখালেও তাদের সাথে হযরত আলী (রা)-এর নীতি বহুলাংশেই সাংঘর্ষিক। তাদের বিস্তারিত পরিচয়ে ইমামগণের অভিমত নিম্নরূপ-
শিয়া শব্দের অর্থ কি
الشيعة -এর আভিধানিক অর্থ : সাহায্যকারী, অনুগত, তথ্য অনুগামী, দল, গোষ্ঠীে ইত্যাদি।
শিয়া কাকে বলে
الشيعة-এর পারিভাষিক সংজ্ঞা :
১. মুফতি আমীমুল ইহসান (র) বলেন- শিয়া হলো যারা হযরত আলী (রা)-এর অনুসরণ করে এবং তারা বলে, রাসূল (স)-এর পর তিনিই ইমাম এবং আরো বিশ্বাস করে, ইমামতি তাঁর এবং তাঁর সন্তানদের বাইরে যাবে না।
২. ইমাম আবুল হাসান আল আশয়ারী (র) বলেন- শিয়া বলা হয় তাদেরকে, যারা হযরত আলী (রা)-এর আনুগত্য করে এবং তাঁকে সকল সাহাবীর ওপরে মর্যাদা দেয়।
৩. আল মুজামুল ওয়াসীত প্রণেতা বলেন- শিয়া হচ্ছে মুসলমানদের একটি বড় দল, যারা হযরত আলী এবং তাঁর বংশধরদের ভালোবাসা এবং ইমামতির দায়িত্বে তাদের অধিকার সম্পর্কে একমত হয়েছে।
আরো পড়ুন :
খারেজী সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
খারেজীদের বিভিন্ন দল ও তাদের প্রতিষ্ঠাতাদের নাম
আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইতিহাস
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা
أهل السنة والجماعة -এর পরিচিতি
আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য
কাদিয়ানীদের আকিদার মূলনীতিসমূহ
ট্যাগ সমূহ : শিয়া শব্দের অর্থ কি,শিয়া কি, শিয়াদের পরিচয় দাও,শিয়া কাকে বলে |