খারেজীদের পরিচয় :
নবী করীম (স)-এর ওফাতের পর মুসলমানদের মাঝে নানা সম্প্রদায়ের উদ্ভব ঘটে। তাদের মধ্যে খারেজী সম্প্রদায় প্রাচীনতম। এ সম্প্রদায় শিয়াদের মতো প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে নিজেদের ধর্মীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করে।
খারেজী শব্দের অর্থ কি
খারেজী (الخوارج) -এর আভিধানিক অর্থ হলো- পৃথক, মুক্ত হওয়া, বের হওয়া, বিচ্ছিন্ন হওয়া, দল ত্যাগ করা ইত্যাদি।
খারেজী কাকে বলে
খারেজী এর পারিভাষিক সংজ্ঞা :
আল মুজামুল ওয়াসীত প্রণেতা বলেন— فِرْقَةٌ مِنَ الْفِرقِ الْإِسْلَامِيَّةِ خَرَجُوا عَلَى الْإِمَامِ عَلَى (رض) وَخَالَفُوا رَأْيَة অর্থাৎ, খারেজী সম্প্রদায় হলো ইসলামী দলসমূহ থেকে এমন একটি দল, যারা হযরত আলী (রা)-এর বিরুদ্ধে বের হয়েছে এবং তাঁর মতের বিরোধিতা করেছেন।
নামকরণের কারণ :
খারেজীদের নামকরণের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন-
১. তারা মুসলমানদের দল ত্যাগ করে শরীয়তের কতিপয় মাসয়ালার ব্যাপারে কঠোরতা অবলম্বন করে। তাই তাদেরকে খারেজী বলা হয়।
২. হযরত আলী (রা)-এর বৈঠক থেকে ১২,০০০ সৈন্য বের হয়ে কুফার হারুরা নামক স্থানে গিয়ে দল গঠন করায় এদের নাম খারেজী রাখা হয়।
৩. হযরত আলী (রা) বলেছিলেন- সকল হুকুমের মালিক আল্লাহ তায়ালা। এ কথায় একমত না হয়ে বিদ্রোহ করে দল ত্যাগ করায় এদেরকে খারেজী বলা হয় ।
আরো পড়ুন :
আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইতিহাস
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা
أهل السنة والجماعة -এর পরিচিতি
আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য
কাদিয়ানীদের আকিদার মূলনীতিসমূহ
ট্যাগ সমূহ : খারিজি শব্দের অর্থ কি,খারেজী কি,খারেজী মানে কি,খারেজী অর্থ কি,খারেজী কারা,খারেজী শব্দের অর্থ কী,খারেজী কাকে বলে,খারেজী সম্প্রদায় বলতে কী বুঝ,খারেজীদের লক্ষণ,খারেজীদের পরিচয়, খারেজী নামকরণের কারণ,খারিজি কারা,খারিজি অর্থ কি |