ওয়াজিব কাকে বলে
ইসলামি স্কলারদের মতে, যা করার আদেশ ফরজের তুলনায় দুর্বল দলীল দ্বারা প্রমাণিত, তাকে ওয়াজিব বলে।
ওয়াজিব শব্দের অর্থ কি : বাংলায় ওয়াজিব এর অর্থ কর্তব্য বা অব্যশই পালনীয়। যার উপর আমল করলে সাওয়াব হবে আর পরিত্যাগ করলে অব্যশই শাস্তি পেতে হবে।
ওয়াজিব আদায় করা ফরযের মতোই অনিবার্য। যে ব্যক্তি একে তুচ্ছ ও গুরুত্বহীন মনে করে এবং বিনা কারণে ত্যাগ করে সে ফাসেক এবং শাস্তির জরুরী ‘ যোগ্য হবে । এটা সুন্নাতে মুয়াক্কাদা থেকে অধিক গুরুত্বপূর্ণ এবং অবশ্য ওয়াজিব অস্বীকারকারীকে কাফির বলা যাবে না ।
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : wajib kake bole, ওয়াজিব মানে কি, ওয়াজিব কি |