হযরত বেলাল রাঃ এর জীবনী
নবী করীম (স)-এর মুয়াযযিন বিশিষ্ট সাহাবী হযরত বেলাল (রা)-এর পরিচয় ও জীবনী নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম বেলাল। উপনাম আবু আবদুল্লাহ, আবু আবদুর রহমান, উপাধি মুয়াযযিনুন নবী (স)। তাঁর পিতার নাম রাবাহ এবং মাতার নাম হামামাহ। তিনি ছিলেন হাবশী বংশোদ্ভূত একজন ক্রীতদাস। তাঁর মনিব ছিল উমাইয়া ইবনে খালফ।
২. জন্মগ্রহণ :
তিনি মহানবী (স)-এর নবুয়তলাভের সতেরো বছর পূর্বে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর গায়ের রং ছিল কালো।
৩. ইসলাম গ্রহণ :
হযরত আবু বকর (রা)-এর হাতে ইসলামের প্রথম যুগেই তিনি মুসলমান হন। ইসলামের বিপ্লবী কালেমা গ্রহণ করার পর যে সাত জন ব্যক্তি প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম।
৪. ইসলামের জন্য ত্যাগ :
ইসলাম গ্রহণের অপরাধে তিনি উমাইয়া ইবনে খালফ কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হন। তাঁকে প্রচণ্ড সূর্যতাপে মরুভূমির তপ্ত বালি ও পাথরের উপর উপুড় করে শুইয়ে রাখা হতো, গলায় রশি দিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরানো হতো এবং বুকে পাথর চাপা দিয়ে রাখা হতো। এত লোমহর্ষক নির্যাতনের পরেও তিনি ইসলাম হতে বিমুখ হননি; বরং শুধু আহাদ আহাদ শব্দই উচ্চারণ করেছিলেন।
৫. দাসত্ব মুক্তি :
হযরত আবু বকর (রা) তাঁকে ক্রয় করে আযাদ করে দেন। এর পর থেকে তিনি রাসূল (স)-এর খেদমতে স্বাধীন জীবন কাটান।
৬. হিজরত :
হযরত বেলাল (রা) রাসূল (স)-এর সাথে মদিনায় হিজরত করেন।
৭. মুয়াযযিন হিসেবে মর্যাদা লাভ :
হিজরতের পর তাঁকে নামাযের আযান দেয়ার জন্য মদিনায় মুয়াযযিন হিসেবে নিয়োগ করা হয়। তাঁর মধুর কণ্ঠে ধ্বনিত আযান শুনে মুসলমানগণ আবেগপ্রবণ হয়ে মসজিদে নববীতে ছুটে আসতেন।
৮. জেহাদে অংশগ্রহণ :
তিনি বদরসহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। ইসলামের প্রধান শত্রু তাঁর ওপর নির্মম নির্যাতনকারী এক সময়কার তাঁর মনিব উমাইয়া ইবনে খালফকে বদর যুদ্ধে তিনি নিজ হাতে হত্যা করেন। তিনি হযরত ওমর (রা)-এর শাসনামলে সিরিয়া অভিযানেও অংশগ্রহণ করেন।
৯. হাদীস বর্ণনা :
হযরত বেলাল (রা) সর্বমোট ৪৪টি হাদীস বর্ণনা করেন, যা বিভিন্ন সহীহ গ্রন্থে স্থান পেয়েছে। তাঁর থেকে অনেক সাহাবী ও তাবেয়ী হাদীস বর্ণনা করেছেন।
১০. গুণাবলি :
বাহ্যত দেহের বর্ণ কালোরঙের হলেও হযরত বেলাল (রা) ছিলেন পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর ও চরিত্রবান মানুষদের একজন । তাঁর আযান সম্পর্কে বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, আযানের সুর বাকি আছে, কিন্তু বেলাল (রা)-এর আধ্যাত্মিক সুর নেই। তিনিই ইসলামের প্রথম মুয়াযযিন হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন।
১১. ইন্তেকাল ও দাফন :
তিনি হিজরী ২০ সালে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁকে দামেশকের বাবুস সগীর অথবা ইলব-এর অদূরে বাবুল আরবাঈন নামক স্থানে সমাহিত করা হয়।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী
হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী
হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী
হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী
হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী
হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী
হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী
হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী
হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী
হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী
হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী
হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত বেলাল রাঃ এর জীবনী, হযরত বেলাল রাঃ এর জীবনী, হযরত বেলাল রাঃ এর বিবাহ, হযরত বেলাল রাঃ এর জীবনী ওয়াজ, হযরত বেলাল রাঃ এর আযান, হযরত বেলাল রাঃ বিবাহ,হযরত বেলাল এর মৃত্যুর ঘটনা, হযরত বেলাল রাঃ এর জীবনী pdf, হযরত বেলাল রাঃ এর বিবাহ, হযরত বেলাল (রাঃ) এর স্ত্রী, হযরত বেলাল, হযরত বেলালের বিয়ের ঘটনা, হযরত বেলালের নবী প্রেম, হযরত বেলাল রাঃ এর জীবনী, হযরত বেলাল রাঃ বিবাহ,হযরত বেলাল রাঃ এর জীবনী ওয়াজ, হযরত বেলাল রাঃ, হযরত বেলাল রাঃ এর কবর কোথায়, হযরত বেলাল বিবাহ, হযরত বেলালের জীবনী, হযরত বেলাল রাঃ এর ঘটনা, হযরত বেলালের কাহিনী, হযরত বেলালের আজান, হযরত বেলাল রা এর জীবনী,বেলালের জীবন কাহিনী, হযরত বেলাল রাঃ এর মৃত্যু, হযরত বেলালের |