হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
প্রখ্যাত সাহাবী হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা)-এর সংক্ষিপ্ত জীবনী নিম্নরূপ-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম আব্বাস, পিতার নাম আবদুল মুত্তালিব। তিনি রাসূলের চাচা ছিলেন এবং রাসূলের চেয়ে দু’বছরের বড় ছিলেন। বাল্যকালে তিনি একবার হারিয়ে গিয়েছিলেন। তিনি আসহাবে ফীলের আগমনের পূর্বে জন্মগ্রহণ করেন। জাহেলী যুগে মসজিদুল হারামের তত্ত্বাবধান ও হাজীদের পনি পান করানো তাঁর দায়িত্ব ছিল।
২. ইসলাম গ্রহণ :
বর্ণিত আছে যে, তিনি অনেক আগেই ইসলাম কবুল করেছেন। কিন্তু ইসলাম গোপন রেখেছিলেন। চাপের মুখে তিনি বদর যুদ্ধে মুসশরিকদের সাথে বের হন। এ কারণে রাসূল (স) ঘোষণা করে দিলেন- مَنْ لَقِيَ الْعَبَّاس نَاَ يُقْتَلُهُ فَإِنَّهُ خَرَجَ مُكْرَهَا বদর যুদ্ধে তিনি মুসলমানদের হাতে বন্দি হন। মুক্তি পাওয়ার পর তিনি মক্কায় আসেন। অতঃপর হিজরত করে মদিনায় প্রত্যাবর্তন করেন।
৩. হাদীসের খেদমত :
তিনি মোট ৩৫টি হাদীস বর্ণনা করেন। তাঁর পুত্র আবদুল্লাহ, ওবায়দুল্লাহ, কাসীর, আমের ইবনে সায়াদ প্রমুখ তার নিকট হতে হাদীস বর্ণনা করেন। নবী করীম (স) তাঁর শানে বলেন, الْعَبَّاسُ مِنِّى وَاَنَا مِنْهُ
8.মৃত্যু :
তিনি ৩২ হিজরীর রজব মাসের ১২ তারিখে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। جنة البقيع তে তাঁকে দাফন করা হয়।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
ট্যাগ সমূহ : আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব,আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব,আব্দুল মুত্তালিব রাঃ এর জীবনী,হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী, |