
উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাঃ এর জীবনী
উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) ছিলেন প্রখ্যাত হাদীসবিশারদ । তিনি মানবতার কল্যাণে বহু অবদানের স্বাক্ষর রেখেছেন।
১. নাম ও পরিচয় :
তাঁর নাম আয়েশা, উপনাম উম্মে আবদুল্লাহ, উপাধি সিদ্দীকা, হোমায়রা, খেতাব উম্মুল মুমিনীন। পিতার নাম আবু বকর (রা)। মাতা উম্মে রূম্মান।
২. জন্মকাল :
উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) মহানবী (স)-এর নবুয়তপ্রাপ্তির পঞ্চম বা ষষ্ঠ বছর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
৩. বিবাহ :
মাত্র ছয় বছর বয়সে রাসূল (স)-এর সাথে তাঁর বিয়ে হয়। মাত্র নয় বছর বয়সে হিজরী প্রথম বছর শাওয়াল মাসে তিনি রাসূল (র)-এর ঘরে যান এবং যুফাফের রাত কাটান। তিনিই ছিলেন মহানবী (স)-এর একমাত্র কুমারী স্ত্রী। মহানবী (স) তাঁকে খুবই ভালোবাসতেন।
৪. কৃতিত্ব :
ইসলামী জ্ঞানবিজ্ঞানে হযরত আয়েশা (রা) ছিলেন নজিরবিহীন। কুরআন ও হাদীসের জ্ঞান এবং শরীয়তের মাসয়ালা মাসায়েলের ব্যাপারে তিনি ছিলেন মহিলাদের মধ্যে শীর্ষস্থানীয়। প্রাচীন আরবের অবস্থা এবং প্রাচীন আরবি কাব্য সম্পর্কে তাঁর অসাধারণ ব্যুৎপত্তি ছিল ।
৫. পবিত্রতা ঘোষণা :
তাঁর বিরুদ্ধে ইফকের যে মিথ্যা ঘটনা রটানো হয়েছিল তা পবিত্র কুরআনের আয়াত দ্বারা খণ্ডন করে তাঁর পবিত্রতা ঘোষণা করা হয়।
৬. মাসয়ালা প্রবর্তন :
হযরত আয়েশা (রা)-কে কেন্দ্র করে শরীয়তে কয়েকটি মাসয়ালা প্রবর্তিত হয়েছে। যেমন- ক. তায়াম্মুমের বিধান, খ. তথা অপবাদের শাস্তির বিধান, গ. তথা ব্যভিচারের শাস্তির বিধান
৭. হাদীস বর্ণনা :
সর্বাধিক হাদীস বর্ণনাকারীদের মধ্যে তিনি চতুর্থ। তিনি মহানবী (স) থেকে সর্বমোট ২২১০ টি হাদীস বর্ণনা করেছেন। তন্মধ্যে বুখারী ও মুসলিমে সম্মিলিতভাবে ১৭৪টি হাদীস স্থানলাভ করেছে। আর এককভাবে বুখারীতে ৫৪টি এবং মুসলিমে ৫৮টি স্থান পেয়েছে।
৮. ইন্তেকাল :
হযরত আয়েশা (রা) ৬৬ বছর বয়সে ৫৭ হিজরীতে মতান্তরে ৫৮ হিজরীর ১৭ রমযান মঙ্গলবার ইন্তেকাল করেন।
৯. দাফন :
হযরত আবু হোরায়রা (রা) তাঁর জানাযায় ইমামতি করেন। তাঁকে জান্নাতুলবাকীতে দাফন করা হয়।
আরো পড়ুন :
দোয়ায়ে মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ
দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ
ট্যাগ সমূহ : আয়েশা (রা),হযরত আয়েশা রাঃ এর জীবনী, হযরত আয়েশা রাঃ এর সংক্ষিপ্ত জীবনী, হযরত আয়েশা রাঃ কতটি হাদীস রচনা করেন, হযরত আয়েশা রাঃ,হযরত আয়েশা রাঃ এর জীবনী বই, “হযরত আয়েশা রাঃ এর সন্তান, হযরত আয়েশা (রাঃ) এর বৈশিষ্ট্য, হযরত আয়েশা রাঃ এর সংক্ষিপ্ত জীবনী, আয়েশা রাঃ এর সংক্ষিপ্ত জীবনী, আয়েশা (রা) এর জীবনী, আয়েশা রাঃ এর জীবনী বই, হযরত আয়েশা রাঃ এর জীবনী, মা আয়েশা রাঃ জীবনী, আয়েশা রাঃ এর জীবনী, হযরত আয়েশা রাঃ এর জীবনী বই, হযরত আয়েশার জীবনী, আয়েশা রাঃ জীবনী,মা আয়েশা রাঃ জীবনী, |