হযরত জারীর ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী
প্রখ্যাত সাহাবী জারীর ইবনে আবদুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ (স)-এর অন্যতম সহচর। নিম্নে তাঁর জীবনী উপস্থাপন করা হলো-
১. নাম ও পরিচয় :
নাম জারীর, উপনাম আবু আমের, পিতার নাম আবদুল্লাহ। তিনি ইয়েমেনের বাজালী গোত্রের নেতা তাই তাঁকে বাজালী বলা হয়। তিনি উম্মতে মুহাম্মদীর ইউসুফ বলে পরিচিত।
২. বংশধারা :
জারীর ইবনে আবদুল্লাহ ইবনে জাবের ইবনে মালেক ইবনে নসর ইবনে সালাবা ইবনে জাশান ইবনে আওফ ইবনে খোযায়মা ইবনে হারব ইবনে আলী আল বাজালী।
৩. ইসলাম গ্রহণ :
তাঁর ইসলাম গ্রহণের সময় নিয়ে কিছুটা মতপার্থক্য লক্ষ্য করা যায় । যথা—
ক. আল্লামা আইনী (র) বলেন, রাসূল (স)-এর ইন্তেকালের চল্লিশ দিন পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। হযরত জারীর নিজের মুখে এ ধরনের বক্তব্য পেশ করেছেন। তিনি বর্ণনা করেন- اسْلَمْتُ قَبْلَ مَوْتِ النّبي (صـ) بِاَرْبَعِينَ يَوْمًا অর্থাৎ,আমি রাসূল (স)-এর ইন্তেকালের চল্লিশ দিন পূর্বে ইসলাম গ্রহণ করেছি।
খ. আল্লামা আইনী (র)-এর দ্বিতীয় মত হলো, তিনি দশম হিজরীতে ইসলাম গ্রহণ করেন।
গ. ওয়াকেদী (র) বলেন, রাসূল (স)-এর ইন্তেকালের সাত মাস পূর্বে রমযান মাসে ইসলাম গ্রহণ করেন।
৪. রাসূল (স)-এর আতিথ্য :
জারীর ইসলাম গ্রহণ করার জন্য এলে তার সম্মানে রাসূলুল্লাহ (স) চাদর বিছিয়ে দেন।তাঁর চমৎকার রূপ সৌন্দর্যের জন্য হযরত ওমর (রা) তাঁকে উম্মতে মুহাম্মাদীর ইউসুফ বলে আখ্যায়িত করেন।
৫. জেহাদে অংশগ্রহণ :
মক্কা বিজয়ের পর ইয়েমেনের মুশরিকদের বিখ্যাত মন্দির “যুল হুলায়ফা” ভেঙ্গে ফেলার জন্য জারীরকে পাঠানো হলে তিনি ১৫০ জন সৈন্য নিয়ে এ মন্দিরটি জালিয়ে দেন। হযরত ওমরের খেলাফতে ইয়ারমুক অভিযানে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন ।
৬. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :
হযরত ওসমানের আমলে তিনি হামদানের গভর্নরে নিযুক্ত হন। উষ্ট্রের যুদ্ধের পর হযরত আলী (রা)-এর বাইয়াত সংবলিত পত্র জারীরের মাধ্যমে সিরিয়ায় হযরত মুয়াবিয়ার নিকট প্রেরণ করা হয়। মুয়াবিয়া বাইয়াত গ্রহণ করতে অস্বীকার করলে এতে হযরত আলী (রা)-এর অনুসারীগণ জারীরকে অযথা সন্দেহ করে বসে। তিনি বেদনাহত অন্তরে কিরকিসিয়া চলে যান।
৭. হাদীসে অবদান :
হযরত জারীর (রা) সর্বমোট ১০০টি হাদীস বর্ণনা করেন। এর মধ্যে ৮টি মুত্তাফাক আলাইহি এবং ১টি ইমাম বুখারী ও ৭টি ইমাম মুসলিম (র) এককভাবে বর্ণনা করেন।
৮. ইন্তেকাল :
তিনি ৫১ হিজরী মতান্তরে ৫৪ হিজরীতে কিরকিসিয়া নামক স্থানে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচজন পুত্র সন্তান রেখে যান।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত জারীর ইবনে আবদুল্লাহ,জারীর ইবনে আব্দুল্লাহ,হযরত জাবির ইবনে আব্দুল্লাহ,জারির ইবনে আব্দুল্লাহ,হযরত জারির,জারির (রা:) এর জীবনী,হযরত জারীর ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী, |