হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী
রাসূলুল্লাহ (স)-এর সহচর হযরত জাবের ইবনে আতীক (রা)-এর সংক্ষিপ্ত জীবনী নিম্নরূপ-
১. নাম ও পরিচয় :
নাম জাবের, পিতার নাম আতীক, কুনিয়াত আবু আবদুল্লাহ আনসারী।
২. যুদ্ধে অংশগ্রহণ :
তিনি বদর, ওহুদ ও খন্দকের যুদ্ধসহ পরবর্তী সকল যুদ্ধে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
৩. হাদীস বর্ণনা :
তাঁর নিকট হতে তাঁর দুই পুত্র আবদুল্লাহ ও আবু সুফিয়ান এবং ভাতিজা আতীক ইবনে হারেস হাদীস বর্ণনা করেছেন।
৪. ইন্তেকাল :
এ মহান সাহাবী ৬১ হিজরীতে ৯১ বছর বয়সে ইহলীলা ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতবাসী হন।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : হযরত জাবের ইবনে আতিক রাঃ এর জীবনী,আতীক রা:,জাবের রাঃ, জাবের রাঃ এর জীবনী |