হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী
প্রসিদ্ধ সাহাবী ইসলামের পক্ষে জেহাদকারী বীর সেনানায়ক হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা)-এর সংক্ষিপ্ত জীবনী নিম্নে প্রদত্ত হলো-
১. নাম ও পরিচিতি :
তাঁর নাম খালেদ। উপনাম আবু সোলায়মান ও আবুল ওয়ালিদ। তাঁর উপাধি ছিল সাইফুল্লাহ। পিতার নাম ওয়ালিদ। মাতার নাম লুবাবাতুস সুগরা। অধিকাংশ ঐতিহাসিকের মতে, তিনি নবুয়তের ১৬ বছর পূর্বে কুরাইশ বংশের মাখযুম গোত্রে জন্মগ্রহণ করেন।
২. ইসলাম গ্রহণ :
হযরত খালেদ ইবনে ওয়ালিদ হোদায়বিয়ার সন্ধির পর মক্কা বিজয়ের পূর্বে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। তিনি প্রাথমিক জীবনে ইসলামের ঘোর শত্রু ছিলেন। বদর, উহুদ, খন্দকসহ কয়েকটি যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল তাঁর অবস্থান । ইসলাম গ্রহণের পর বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করে বিজয়ের নিশান উড়িয়েছিলেন ।
৩. জেহাদে যোগদান :
ইসলামের গণ্ডিতে পা রাখার পরই তিনি মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য ‘সাইফুল্লাহ’ উপাধি লাভ করেন। পরবর্তী মক্কা বিজয়, হুনাইন, তায়েফসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযানে সাহসিকতার সাথে নেতৃত্ব প্রদান করে বিজয়ের মালা পরিধান করেন।
৪. রাষ্ট্রীয় দায়িত্ব পালন :
সেনাপতির পদ থেকে অপসারিত হওয়ার কিছু দিন পর হযরত ওমর (রা) তাঁকে রাহা, রিহাত, আমাদ এবং লারতার অঞ্চলসমূহের গভর্নর নিয়োগ করেন। কিছু দিন দায়িত্ব পালনের পর তিনি এ পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন।
৫. হাদীসশাস্ত্রে অবদান :
ইসলামের ঝাণ্ডা উড্ডয়নই ছিল তাঁর স্বপ্ন। সেজন্য হাদীস সংগ্রহের ক্ষেত্রে তিনি তেমন বেশি সময় দিতে পারেননি। তবুও বিভিন্ন বর্ণনায় তাঁর থেকে ১৮টি হাদীস পাওয়া যায়। তন্মধ্যে দুটি হাদীসই ইমাম বুখারী ও মুসলিম (র) স্বীয় কিতাবদ্বয়ে উল্লেখ করেছেন। তাঁর থেকে তাঁর খালাতো ভাই ইবনে আব্বাস, আলকামা প্রমুখ সাহাবায়ে কেরাম হাদীস বর্ণনা করেছেন।
৬. ইন্তেকাল :
হযরত খালেদ ইবনে ওয়ালিদ ২১ হিজরীতে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান ওপারের সুন্দর ভুবনে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি হিমসে ইন্তেকাল করেন এবং সেখানেই তাঁকে দাফন করা হয় ।
আরো পড়ুন :
মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী
হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী
ট্যাগ সমূহ : খালেদ ইবনে ওয়ালিদ,খালেদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ বই,খালিদ ইবনে ওয়ালিদ এর জীবনী,khalid ibn walid,khalid ibn waleed,khalid ibn walid sword,serie khalid ibn walid,খালেদ ইবনে ওয়ালিদ,হযরত খালিদ বিন ওয়ালিদ,হযরত খালিদ বিন ওয়ালিদ রা,খালেদ বিন ওয়ালিদের জীবনী, খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ এর পরিচয়,খালিদ ইবনে ওয়ালিদ,খালিদ ইবনে ওয়ালিদের জীবনী |