হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী,হযরত আবু যর গিফারী,হযরত আবু যর গিফারী,আবু যর গিফারী,আবু যর গিফারী রাঃ এর জীবনী,আবু যর গিফারী নামের অর্থ,আবু জর গিফারীর জীবনী,হযরত যর গিফারী রাঃ এর জীবনী,আবু জর গিফারী,হজরত আবু জর গিফারী (রাঃ),

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী (রা) মহানবী (স)-এর সাহাবীগণের মধ্যে এক উজ্জ্বল ভাস্কর। তিনি জীবনে বহু সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জীবন পরিচালনা করেন। তাঁর পরিচিতি নিম্নে আলোচনা করা হলো।

১. নাম ও পরিচিতি :

তাঁর নাম জুনদুব ইবনে জুনাদাহ/বুরাইয়া। উপনাম আবু যর। এ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। উপাধি শায়খুল ইসলাম। পিতার নাম জুনাদাহ। গিফার গোত্রের লোক হিসেবে তাঁকে আল গিফারী বলা হয় ।

২. জন্মগ্রহণ :

তাঁর জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি। তবে তিনি জাহেলী যুগের কোনো এক শুভলগ্নে জন্মগ্রহণ করেন।

৩. ইসলাম গ্রহণ :

তিনি রাসূল (স)-এর আগমনের সংবাদ পেয়ে মক্কায় গিয়ে ইসলাম গ্রহণ করেন। মানযির আহসান গিলানী তাঁকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে পঞ্চম বলে উল্লেখ করেছেন। আবু যর গিফারী নিজেই তাঁর ইসলাম গ্রহণ সম্পর্কে বলেন, যাঁরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল আমি তাদের চার জনের মধ্যে চতুর্থ, কিন্তু সিয়ার প্রণেতাগণ তাঁকে পঞ্চম মুসলমান বলে অভিহিত করেছেন।

৪. জেহাদে অংশগ্রহণ :

বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পঞ্চম হিজরীতে তিনি মদিনায় আগমন করেন। তবে তিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

৫. রাসুল (স)-এর সাহচর্য ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন:

মদিনায় অবস্থানকালে তিনি সর্বক্ষণ রাসূল (স)-এর খেদমতে নিয়োজিত থাকতেন। রাসূল (স) তাঁকে মুনযির ইবনে আমরের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করে দেন। ‘যাতুর রিকা’ যুদ্ধে যাত্রাকালে রাসূল (স) তাঁকে মদিনার আমীর নিযুক্ত করেন।

৬. বাসস্থানের রদবদল :

জীবনের শেষ বয়সে তিনি কয়েকটি স্থান রদবদল করেন। যেমন ওমরের খেলাফতকালে মদিনায়, ওসমানের খেলাফতকালে সিরিয়ায়। মুয়াবিয়ার সাথে সম্পদ পুঞ্জীভূত করার মাসয়ালায় বিরোধ হলে পুনরায় সিরিয়া ছেড়ে মদিনায় চলে যান। অতঃপর মদিনার অদূরবর্তী ‘রাবাযা’ পল্লীতে আমরণ নির্জনে বসবাস করেন।

৭. গুণাবলি :

তিনি একজন পণ্ডিত, সাধক, কোমলমতি ও অমায়িক লোক ছিলেন। মিতব্যয় এবং সংযম ছিল তাঁর অনন্য বৈশিষ্ট্য। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করাকে তিনি হারাম মনে করতেন। তিনি ইসলামের প্রথম মুবাল্লিগ ছিলেন । الاكمال গ্রন্থকার বলেন- وَهُوَ مِنْ أَعْلَامِ الصَّحَابَةِ وَزِهَادِهِمْ وَالْمُهَاجِرِينَ

৮. হাদীসশাস্ত্রে অবদান :

তিনি রাসূল (স) থেকে সর্বমোট ২৮১টি হাদীস বর্ণনা করেছেন। এর মধ্যে ৩১টি হাদীস ইমাম বুখারী ও মুসলিম যৌথভাবে উল্লেখ করেন। এককভাবে ইমাম বুখারী ২টি এবং ইমাম মুসলিম ১৭টি হাদীস নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন।

৯. তাঁর থেকে হাদীস বর্ণনাকারী :

হযরত আবু যর (রা) থেকে যাঁরা হাদীস বর্ণনা করেন তাঁরা হলেন- ১. হযরত ইবনে ওমর, ২. ইবনে আব্বাস, ৩. আবু যর-এর ভ্রাতুষ্পুত্র আবদুল্লাহ ইবনে সামেত, ৪. যায়েদ ইবনে ওহহাব, ৫. মারূর ইবনে সুয়াইদ (রা) প্রমুখ ।

১০. ইন্তেকাল :

এ মহান সাহাবী হযরত ওসমান (রা)-এর খেলাফতকালে ৩২ হিজরীর ৮ যিলহজ্জ মদিনা থেকে ৪০ মাইল দূরে রাবাযা নামক পল্লীতে ইন্তেকাল করেন। হযরত ইবনে মাসউদ (রা) তাঁর জানাযায় ইমামতি করেন। তাঁকে রাবাযা নামক পল্লীর নির্জন প্রান্তরেই সমাহিত করা হয় ।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী,হযরত আবু যর গিফারী,হযরত আবু যর গিফারী,আবু যর গিফারী,আবু যর গিফারী রাঃ এর জীবনী,আবু যর গিফারী নামের অর্থ,আবু জর গিফারীর জীবনী,হযরত যর গিফারী রাঃ এর জীবনী,আবু জর গিফারী,হজরত আবু জর গিফারী (রাঃ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top