হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি

হজ্জের ওয়াজিব কয়টি,হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি,হজ্জের ওয়াজিব কয়টি ও কী কী,হজ্জের ওয়াজিব,হজ্জের ওয়াজিব

হজ্জের ওয়াজিব কয়টি

হজ্জের ওয়াজিবসমূহ
হজ্জের মধ্যে ওয়াজিব কাজ পাঁচটি। যথা-
১. মুযদালিফায় অবস্থান করা : আরাফাত হতে ফেরার পথে যিলহজ্জের দর্শন তারিখে রাতের শেষ প্রহরে সূর্যোদয়ের পূর্বে মুযদালিফায় কিছুক্ষণের জন্য অবস্থান করা ওয়াজিব। রাসূল (স) ইরশাদ করেছেন- مزدلفة كُلُّهَا مَوْقِفَ إِلَّا وادى مُحَسّر

২. সাফা ও মারওয়ার মাঝে সায়ী করা : সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সুনির্দিষ্ট নিয়মে সাত বার দৌড়ানো ওয়াজিব। যেমন আল্লাহ তায়ালা বলেন- اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ

৩. তথা কঙ্কর নিক্ষেপ : মিনায় অবস্থিত তিনটি জামরায় যিলহজ্জের ১০,১১, ১২ তারিখে শয়তানের উদ্দেশ্যে সর্বমোট ৪৯টি কঙ্কর নিক্ষেপ করা। হাদীসে এসেছে- حتى رمى جَمْرَةِ الْعَقَبَة

৪. তথা হলক বা কসর : কুরবানি করার পর ইহরাম ভঙ্গের উদ্দেশ্যে হাজীর মাথা মুণ্ডন করা বা চুল কাটা। এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেছেন- محلِقِينَ رَءُوسَكُمْ وَمُقَصِّرِينَ –

৫. তাওয়াফে সদর : হজ্জের সকল কার্যসমাপনান্তে মীকাতের বাইরের বিদেশি হাজীগণের জন্য ১২ যিলহজ্জ যে কোনো সময় তাওয়াফে সদর করা ওয়াজিব। মক্কার অধিবাসী ও হায়েয-নেফাসধারী মহিলাদের জন্য এটা ওয়াজিব নয়। এ ব্যাপারে রাসূল (স)-এর বাণী— من حج البيت فليكن أخرَ عَهْدِهِ بِالبَيْتِ إِلَّا الْحُيَّضَ

আরো পড়ুন :

হজ্জ কাকে বলে

হজ্জ ওয়াজিব হওয়ার শর্তাবলী

হজ্জ সহীহ হওয়ার শর্ত কয়টি

হজ্জের মিকাত কয়টি ও কি কি

ইহরাম কি ও ইহরাম বাধার নিয়ম

বাংলাদেশের মীকাত কি

হজ্জের ফরজ কয়টি ও কি কি

হজ্জ কি প্রত্যেক বছর পালন করতে হবে

হজ্জ কত হিজরীতে ফরজ হয়েছে ?

হজ্জের গুরুত্ব ও ফজিলত

হজ্জে মাবরুর কাকে বলে

তাওয়াফ কি/ তাওয়াফ কত প্রকার/ তাওয়াফ করার নিয়ম

ট্যাগ সমূহ : হজ্জের ওয়াজিব কয়টি,হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি,হজ্জের ওয়াজিব কয়টি ও কী কী,হজ্জের ওয়াজিব,হজ্জের ওয়াজিব, হজ্জের ওয়াজিবসমূহ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top