শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস

শিয়াদের উৎপত্তি কিভাবে,শিয়া সম্প্রদায়ের ইতিহাস,শিয়া সম্প্রদায়ের উদ্ভব,শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও মতবাদ,শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস,শিয়াদের উৎপত্তির ইতিহাস,

শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস

মহানবী (স)-এর ইন্তেকালের পর রাজনৈতিক ও ধর্মীয় কারণে নানা মতবাদ ও বিভিন্ন দল উপদলের উৎপত্তি হয়। শিয়া সম্প্রদায় এ দলগুলোর অন্যতম। এটি প্রথমে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে ধর্মীয় সম্প্রদায়ে রূপান্তরিত হয়। নিম্নে প্রশ্নালোকে শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস করা হলো।

শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস : হঠাৎ করেই শিয়া সম্প্রদায়ের আবির্ভাব ঘটেনি। তাদের উদ্ভবের পিছনে কতকগুলো ঘটনা বিদ্যমান। নিম্নে সেগুলো আলোচনা করা হলো।

১. খলিফা নির্বাচনে অসন্তোষ : হযরত মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর খলিফা নির্বাচনে রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে এ সম্প্রদায়ের জন্ম হয়। তাদের দাবি, নবীর অবর্তমানে হযরত আলী ও ফাতেমী বংশের লোকেরাই খেলাফতের যোগ্য । হযরত আবু বকর (রা) তার এ অধিকার হরণ করেছিলেন।

২. ওসমানের শাহাদাত : হযরত ওসমান (রা)-এর আমলে আগের তুলনায় তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। ধর্মান্তরিত ইহুদি ইবনে সাবা তাদের সাথে যোগ দিয়ে ওসমানবিরোধী আন্দোলন জোরদার করে তোলে। এদের ষড়যন্ত্রের শিকার হয়েই হযরত ওসমান (রা) শাহাদাতবরণ করেন।

৩. আলী ও মুয়াবিয়ার বিরোধ : ৬৫৬ খ্রিস্টাব্দে হযরত আলী (রা) খলিফা নির্বাচিত হলে সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া (রা)-এর সাথে তাঁর বিরোধ বাধে। অতঃপর সিফফীনের যুদ্ধের বিরতির পর দুমাতুল জান্দালের সালিসী বৈঠকে হযরত আলী (রা)-এর কূটনৈতিক পরাজয় এবং পরবর্তীতে খারেজীদের হাতে তাঁর হত্যাকাণ্ড শিয়া আন্দোলনকে আরো তীব্রতর করে তোলে।

৪. গণতন্ত্র বিলোপ ও রাজতন্ত্র প্রতিষ্ঠা : শিয়াদের উৎপত্তির পেছনে হযরত মুয়াবিয়া (রা) তাঁর পুত্র ইয়াযিদকে পরবর্তী খলিফা হিসেবে প্রস্তাব করার বিষয়টাও প্রবলভাবে দায়ী। মুয়াবিয়া (রা) ইয়াযিদকে পরবর্তী খলিফা হিসেবে প্রস্তাব করায় শিয়ারা ক্ষেপে ওঠে।

৫. কারবালার হত্যাকাণ্ড : হযরত আলী (রা)-এর ইন্তেকালের পর তাঁর সুযোগ্য পুত্র হযরত হাসান (রা) খেলাফতে অধিষ্ঠিত হন। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে তিনি হযরত মুয়াবিয়া (রা)-এর অনুকূলে খেলাফতের দাবি পরিত্যাগ করেন। তবে শর্ত থাকে, মুয়াবিয়া (রা)-এর পর তিনিই মুসলিম জাহানের খলিফা হবেন; কিন্তু হযরত হাসান (রা) হযরত মুয়াবিয়া (রা)-এর আগেই ইন্তেকাল করেন। এতে হযরত মুয়াবিয়া (রা) তাঁর পুত্র ইয়াযিদের নাম খলিফা হিসেবে প্রস্তাব করেন। ফলে ইয়াযিদ খেলাফতে অধিষ্ঠিত হয়।

আর খেলাফতের দাবি ও অন্যান্য অনেক ব্যাপারে হযরত হাসান (রা)-এর ছোট ভাই হযরত হোসাইন (রা)-এর সাথে ইয়াযিদের চরম বিরোধ বাধে। ৬৮০ খ্রিস্টাব্দে ইয়াযিদ বাহিনী কারবালা প্রান্তরে হযরত হোসাইনকে নৃশংসভাবে হত্যা করে। কারবালার এ হৃদয়বিদারক হত্যাকাণ্ড শিয়াদের প্রতিহিংসার আগুন আরো প্রজ্বলিত করে তোলে। ঐতিহাসিক পি. কে. হিট্টির ভাষায়- The blood of Al-Husain, even more than that of his father, proved to be the seed of the shiison it ‘Church’; Shii’sm was born on the tenth of Muharram.

৬. শিয়াদের সহিংস আন্দোলন : কারবালার বিষাদময় হত্যাযজ্ঞের পর শিয়ারা প্রকাশ্যভাবে হযরত আলীর পরিবারের পক্ষে সহিংস আন্দোলনের সূচনা করে। এ সময় ‘মুখতার’ নামক জনৈক শিয়া নেতা হযরত হোসাইনের হত্যাকারী কুফার প্রাদেশিক গভর্নর ওবায়দুল্লাহ ইবনে যিয়াদকে হত্যা করে কারবালার হত্যার প্রতিশোধ নেয়।

৭. শিয়াদের ব্যাপক প্রসার লাভ : প্রথম দিকে কেবল আরবরাই ছিল শিয়া সম্প্রদায়ভুক্ত; কিন্তু পরবর্তীতে আরবের বাইরেও এ সম্প্রদায় ব্যাপকভাবে সম্প্রসারিত হয়।
৮. শিয়াদের বিভেদ : ইমামত প্রশ্নে শিয়াদের মধ্যে বিভেদ দেখা দেয়। তাদের কেউ কেউ হযরত হোসাইনের পুত্র যয়নুল আবেদীনকে আবার কেউ কেউ মুহাম্মদ ইবনুল হানাফিয়াকে ইমাম হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে শিয়ারা ১২টি দলে বিভক্ত হয়ে পড়ে।

৯. শিয়াদের উমাইয়াবিরোধী আন্দোলন : কারবালার হৃদয়বিদারক হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণে উমাইয়াদের বিরুদ্ধে শিয়ারা তীব্র আন্দোলন গড়ে তোলে। আব্বাসীয়রা তাদের সাথে যোগ দিয়ে উমাইয়াদের পতন ঘটায়।
১০. আব্বাসীয়দের দমন নিপীড়ন : শিয়াদের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতায় আসলেও খলিফা মামুন ব্যতীত অন্য সব আব্বাসী খলিফা তাদের ওপর অত্যাচার, নির্যাতন ও দমন নিপীড়ন পরিচালনা করে। ফলে তারা দুর্বল হয়ে পড়ে।

১১. শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা : আব্বাসীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক শিয়া উত্তর আফ্রিকায় চলে যায়। তথায় তারা হাসানের বংশীয় ইদ্রিসের নেতৃত্বে ‘তানজিয়া’ নামক স্থানে একটি শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
১২. বর্তমানে শিয়াদের অবস্থান : বর্তমানে ইরান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে শিয়া সম্প্রদায়ের কিছু অনুসারী রয়েছে। তবে ইরানে তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন :

শিয়াদের পরিচয়

শিয়া শব্দের অর্থ কি

খারেজীদের পরিচয়

খারেজী শব্দের অর্থ কি

খারেজীদের ধর্মীয় মতবাদ কি

খারেজীদের রাজনৈতিক মতবাদ

খারেজী কাকে বলে

খারেজী নামকরণের কারণ

খারেজী সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ

খারেজীদের বিভিন্ন দল ও তাদের প্রতিষ্ঠাতাদের নাম

আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইতিহাস

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা

আহলে সুন্নাত ওয়াল জামাত

أهل السنة والجماعة -এর পরিচিতি

আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য

কাদিয়ানী সম্প্রদায়ের ইতিহাস

কাদিয়ানী মতবাদের পরিচিতি

কাদিয়ানীদের উৎপত্তির ইতিহাস

কাদিয়ানীদের আকিদার মূলনীতিসমূহ

ট্যাগ সমূহ : শিয়াদের উৎপত্তি কিভাবে,শিয়া সম্প্রদায়ের ইতিহাস,শিয়া সম্প্রদায়ের উদ্ভব,শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও মতবাদ,শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস,শিয়াদের উৎপত্তির ইতিহাস,শিয়াদের উৎপত্তি কিভাবে,শিয়া সম্প্রদায়ের ইতিহাস,শিয়া সম্প্রদায়ের উদ্ভব,শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও মতবাদ,শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস,শিয়াদের উৎপত্তির ইতিহাস


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top