শিয়াদের আকিদা এর মূলনীতি
শিয়াদের আকিদার মূলনীতি : শিয়াদের বিভিন্ন দলে বিভক্ত হওয়ায় তাদের আকিদার মধ্যেও ভিন্নতা রয়েছে। আর তাদের এ সকল আকিদাই আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সম্পূর্ণ বিপরীত। তন্মধ্যে উল্লেখযোগ্য কতগুলো আকিদা নিম্নরূপ-
ক. ইমাম নির্বাচনের আকিদা
খ. রাসূলুল্লাহ (স)-এর সাহাবীদের ব্যাপারে আকিদা।
গ. কুরআন মাজীদ পরিবর্তনে আকিদা।
ক. ইমামদের ব্যাপারে শিয়াদের আকিদা :
১. ইমাম নির্বাচনে শিয়াদের আকিদা হচ্ছে, ইমামগণ নবীদের ন্যায় আল্লাহ তায়ালা কর্তৃক নির্বাচিত হবেন। তাদের বিশ্বাসে ইমামদের সংখ্যা ১২ জন। যথা-
ক. হযরত আলী ইবনে আবু তালেব (রা), খ. হযরত হাসান (রা), গ. হযরত হোসাইন (রা), ঘ. হযরত আলী ইবনে হোসাইন, যিনি যাইনুল আবেদীন নামে পরিচিত, ঙ. তদীয় পুত্র মুহাম্মদ, যিনি ইমাম বাকের নামে পরিচিত, চ. তদীয় পুত্র হযরত জাফর সাদেক, ছ. তদীয় পুত্র হযরত মুসা আল কাযেম, জ. হযরত আলী রেজা, ঝ. তদীয় পুত্র হযরত মুহাম্মদ তাকী, ঞ. তদীয় পুত্র হযরত আলী তাকী, ট. তদীয় পুত্র হোসাইন আসকারী, ঠ. তদীয় পুত্র ইমাম মাহদী।
২. ইমামগণ মানুষের ন্যায় জন্মগ্রহণ করে না; বরং ইমামরা যমীন থেকে বের হয়।
৩. ইমামগণ ইলমুল গয়িব জানেন। যেমন ইমামদের কথা- نحن نعلم ما كان ولم يكن وإنه لا يخفى علينا شيئا۔
৪. ইমামদের কথা কুরআনে রয়েছে।
৫. ইমামদের মর্যাদা মুহাম্মদ (স)-এর মর্যাদার ন্যায়, যা অতীতের সকল নবীদের ঊর্ধ্বে।
৬. ইমামদের নিকট অহী আসে, যেভাবে নবীদের নিকট অহী এসেছে।
৭. ইমামগণ বৃহস্পতি এবং জুমাবার রাতে মিরাজের মাধ্যমে আল্লাহর নিকট আসতে পারেন।
৮. ইমামগণ নবীদের ন্যায় গুনাহমুক্ত বা মাসুম।
৯. ইমামদের আনুগত্য করা ফরয এবং জান্নাতে প্রবেশের পূর্বশর্ত।
১০. ইমামগণ জাহান্নামবাসীদের জন্য শাফায়াত করার অধিকার রাখেন ।
১১. ইমামগণ বান্দাদেরকে জান্নাতে এবং জাহান্নামে পাঠানোর ক্ষমতা রাখেন।
১২. ইমামত হযরত মুহাম্মদ (স)-এর বংশধরদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্য যে কোনো ব্যক্তি ইমামতের অযোগ্য।
১৩. প্রথম তিন খলিফা অর্থাৎ হযরত আবু বকর, ওমর ও ওসমান (রা)-এর খলিফা নির্বাচন অবৈধ ছিল ।
১৪. ইমাম মাহদী আগমন করে পৃথিবীতে বিদ্যমান জুলুম, ব্যভিচার, অত্যাচার নির্মূল করে ইসলাম ও ইনসাফ কায়েম করবেন।
১৫. পবিত্র কুরআনুল কারীম নিরন্তর গ্রন্থ নয়।
১৬. কুরআনুল কারীম ছাড়া হাদীস, ইজমা, কেয়াস শরীয়তের দলীল নয়।
১৭. জুমার নামায একাকি আদায় করা যায় ।
১৮. পাঁচ ওয়াক্ত নামাযের স্থানে তিন ওয়াক্ত পড়লেই চলবে।
১৯. ধর্ম প্রচার ও অনুসরণের ক্ষেত্রে তারা গোপনীয়তার নীতিতে বিশ্বাসী।
২০. ইমাম হোসাইনের স্মৃতি রক্ষার্থে ১০ মহররম পর্ব পালন।
২১. নেকাহে মুতা বা অস্থায়ী বিবাহ বৈধ।
২২. কেয়ামত দিবসে সকলে পুনরায় জীবন লাভ করবে এবং ভালো কাজের জন্য জান্নাত এবং খারাপ কাজের জন্য জাহান্নাম লাভ করবে ।
খ. রাসূল (স)-এর সাথিদের ব্যাপারে শিয়াদের আকিদা :
সাহাবায়ে কেরামের ব্যাপারে শিয়াদের আকিদা হচ্ছে, হযরত আবু বকর, ওমর ও ওসমান (রা) কাফের “নাউযুবিল্লাহ”। দলীল : তাদের দলীল কুরআনের বাণী- ـ إن الذين أمنوا ثم كفروا ثم أمنوا ثم كفروا ثم ازدادوا كفرا আলোচ্য আয়াতে তিনবার كفر শব্দ দ্বারা হযরত আবু বকর, ওমর ও ওসমান (রা)-কে বোঝানো হয়েছে।
গ. কুরআন মাজীদ পরিবর্তনে শিয়াদের আকিদা :
মহাগ্রন্থ আল কুরআনের ব্যাপারে শিয়াদের আকিদা নিম্নরূপ-
১. হযরত মুসা (আ)-এর জাতি তাওরাত পরিবর্তন করেছে, হযরত ঈসা (আ)-এর জাতি ইঞ্জিল পরিবর্তন করেছে, অনুরূপ নবী করীম (স)-এর সাহাবীরা কুরআন মাজীদকে পরিবর্তন করেছে।
২. কুরআনুল কারীমে নামক একটি সূরাতে হযরত আলী (রা)-এর ইমামতের ব্যাপারে আলোচনা করা হয়েছিল; কিন্তু এ সূরাটিকে সুন্নীরা বাদ দিয়েছে যা তাদের কুরআনে রয়েছে।
৩. কুরআন সম্পর্কে তাদের আরেকটি আকিদা হলো, কুরআন মোট ৯০ পারা ৩০ পারা নবীর কাছে গোপন ছিল; ৩০ পারা প্রকাশ করা হয়েছে। আর ৩০ পারা আল্লাহ বিভিন্ন সময়ে ইমামদেরকে ইলহামের মাধ্যমে অবগত করেন।
৪. এটা অনেক বড় সূরা ছিল। যার মধ্যে কুরাইশদের ৭০ জন ব্যক্তির বংশধারা উল্লেখ ছিল; কিন্তু তা পরিবর্তন করা হয়েছে।
শিয়া সম্প্রদায় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হলেও পরবর্তীতে তা ধর্মীয় সম্প্রদায় হিসেবে রূপান্তরিত হয়। তবে এরা সবাই হযরত আলী (রা)-এর অনুসারী।
আরো পড়ুন :
শিয়া সম্প্রদায়ের উৎপত্তির ইতিহাস
খারেজী সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
খারেজীদের বিভিন্ন দল ও তাদের প্রতিষ্ঠাতাদের নাম
আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইতিহাস
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা
أهل السنة والجماعة -এর পরিচিতি
আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য
কাদিয়ানীদের আকিদার মূলনীতিসমূহ
ট্যাগ সমূহ : শিয়াদের আকিদা,শিয়াদের আকিদা সমূহ,শিয়াদের আকিদা বিশ্বাস,শিয়াদের আকিদা ও বিশ্বাস,শিয়াদের আকিদা,শিয়াদের আকিদা সমূহ,শিয়াদের আকিদা বিশ্বাস,শিয়াদের ধর্ম বিশ্বাস,শিয়াদের উৎপত্তি কিভাবে,শিয়াদের ভ্রান্ত আকিদা,শিয়াদের পরিচয় ও আকিদা,শিয়াদের আকীদা,শিয়াদের আকিদা ও বিশ্বাস, |