
লিথোস্ফিয়ার কী? (What is lithosphere?)
উত্তর : পৃথিবী সৃষ্টির পর থেকে কালক্রমে সাধারণ নিয়মে তাপ বিকিরণ করে প্রথমে শীতল তরল ও অবশেষে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় স্তরে স্তরে সজ্জিত থাকে পৃথিবীর এই কঠিন স্তরকে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ারর বলে।
আরো পড়ুন: অভাঙনযোগ্য দূষক কী? (What is nondegradable pollutants?)