যাকাতের বিভিন্ন মাসআলা মাসায়েল

যাকাতের বিভিন্ন মাসয়ালা,যাকাতের মাসায়েল,যাকাতের মাসআলা,যাকাতের মাসআলা মাসায়েল,যাকাতের আধুনিক মাসায়েল,যাকাতের মাসায়েল pdf,যাকাতের গুরুত্বপূর্ণ মাসআলা,

যাকাতের মাসআলা

১. কাউকে আপনি টাকা কর্জ বা ধার দিয়েছেন। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। এখন যদি আপনি আপনার জাকাতের মধ্যে ঋণ কেটে নেন, তাহলে জাকাত আদায় হবে না। কিন্তু যদি ঋণের পরিমাণ টাকা তাকে জাকাত দিয়ে দেন এবং তারপর তার কাছে তা আবার ঋণ হিসেবে আদায় করে নেন, তাহলে যাকাত আদায় হয়ে যাবে।

২. একজনকে হকদার মনে করে জাকাত দেয়া হলো। তারপর জানা গেল যে সে সাহেবে নেসাব অথবা হাশেমী সাইয়েদ, অথবা অন্ধকারে যাকাত দেয়া হলো তারপর জানা গেল যে, সে আপন মা অথবা মেয়ে অথবা এমন কোনো আত্মীয় যাকে জাকাত দেয়া জায়েয নয়, তাহলে এ অবস্থায় জাকাত আদায় হয়ে যাবে। পুনরায় জাকাত দেয়ার প্রয়োজন নেই। অবশ্য যে নেবে সে যদি হকদার না হয় তাহলে তার সেটা নেয়া উচিত নয় এবং নিলে তা ফেরত দেয়া উচিত।

৩. নোট, মুদ্রা, তেজারতি মাল—যা কিছুই সোনা চাঁদির নেসাবের পরিমাণ হবে তার জাকাত ওয়াজিব হবে। যেমন- কারো কাছে কিছু নোট আছে এবং বিভিন্ন মুদ্রা আছে সব মিলে ৪০০/- টাকা হচ্ছে অথবা এতো টাকার তেজারতি মাল আছে, তাহলে যদিও সোনার নেসাব পুরো হচ্ছে না, চাঁদির নেসাব পুরো হচ্ছে, তাহলেও সে ব্যক্তি সাহেবে নেসাব হয়ে যাবে এবং তার ওপর জাকাত ওয়াজিব হবে। এজন্যে যে ৪০০/- টাকা ৩৬.৫ তোলা চাঁদির মূল্যের অধিক।

৪. এক ব্যক্তি সারা বছর বিভিন্নভাবে সদকা খয়রাত করতে থাকলো কিন্তু জাকাতের নিয়ত করলো না। তাহলে বছর শেষ হওয়ার পর ঐসব খয়রাত করা মাল জাকাতের হিসেবে ধরা যাবে না। এজন্যে যাকাত বের করার সময় জাকাতের নিয়ত করা শর্ত।

৫. ঘরে কাজ-কর্মের যেসব চাকর-চাকরানি, দাই প্রভৃতি থাকে তাদের কাজের পারিশ্রমিক ও বেতন হিসেবে তাদেরকে জাকাত থেকে দেয়া জায়েজ হবে না।

৬. দুঃস্থ অভাবগ্রস্তদের কাপড় বানিয়ে দিতে, শীতের মওসুমে লেপ কম্বল বানিয়ে দিতে, বিয়ে শাদীতে তাদের প্রয়োজন পূরণের জন্যে যাকাত থেকে ব্যয় করা যেতে পারে।

৭. যে মেয়েলোক কোনো শিশুকে দুধ খাওয়ায়েছে সে যদি গরীব দুঃস্থ হয় তাহলে তাকে যাকাতের টাকা-পয়সা দেয়া যেতে পারে। সে শিশু বয়স্ক হওয়ার পর তার দুধ মাকে জাকাত দিতে পারে।

৮. কাউকে হকদার মনে করে জাকাত দেয়ার পর জানা গেল যে, সে অমুসলিম, তাহলে জাকাত আদায় হবে না। পুনরায় দিতে হবে।

৯. কেউ যদি পুরস্কার বা হাদীয়া হিসেবে এতো পরিমাণ অর্থ পায় যা নেসাবের পরিমাণ হয়, তাহলে এক বছর অতীত হলে তার জাকাত দিতে হবে।

১০. ব্যাংকে রাখা আমানতের ওপর জাকাত ওয়াজিব।

১১. জাকাতের টাকা মানি অর্ডার করে পাঠানো যায় এবং মানি অর্ডার কিন্তু যাকাত থেকে দেয়া জায়েজ।

আরো পড়ুন :

জাকাত কি ?

যাকাতের নিসাব কি

যাদের উপর যাকাত ফরজ

যাকাত দেওয়ার নিয়ম কানুন

যাকাতের গুরুত্ব

ছাগলের যাকাতের নিসাব

গরুর যাকাতের নিসাব কয়টি

উটের যাকাতের নিসাব কয়টি

গহনা ও অলংকারের যাকাত

স্বর্ণের যাকাতের নিসাব কত

ব্যবসার মালের যাকাত এর পদ্ধতি

শতকরা কত পার্সেন্ট যাকাত দিতে হয়

কাদের কে যাকাত দেওয়া জায়েয নেই

যাকাত ওয়াজিব হওয়ার শর্ত কি কি

যাকাত আদায় সহীহ হওয়ার শর্ত

যে সব সম্পদের যাকাত দিতে হয় না

মুদ্রা ও নোটের যাকাত এর পরিমাণ

ট্যাগ সমূহ : যাকাতের বিভিন্ন মাসয়ালা,যাকাতের মাসায়েল,যাকাতের মাসআলা,যাকাতের মাসআলা মাসায়েল,যাকাতের আধুনিক মাসায়েল,যাকাতের মাসায়েল pdf,যাকাতের গুরুত্বপূর্ণ মাসআলা,যাকাতের বিভিন্ন মাসয়ালা,যাকাতের মাসায়েল,যাকাতের মাসআলা,যাকাতের মাসআলা মাসায়েল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top