ফরজ অর্থ কি
ফরজ একটি আরবি শব্দ যার অর্থ অবশ্য কর্তব্য কোন ধর্মীয় আচারকে নির্দেশ করে। ফরজ এমন কাজ যা করা প্রত্যেক মুসলমানের অপরিহার্য এবং তা অস্বীকারকারী হচ্ছে কাফের। যে ব্যক্তি বিনা ওযরে ফরজ ত্যাগ করবে সে ফাসেক ও শাস্তিরযোগ্য ।
ফরয দু’প্রকার । (ক). ফরযে আইন ও (খ). ফরযে কেফায়া।
ফরজে আইন কি
ফরজ আইন হচ্ছে- যা করা প্রত্যেক মুসলমানের একেবারে অপরিহার্য না করলে কঠিন গুনাহগার এবং শাস্তির যোগ্য । যেমন- নামায, রোযা প্রভৃতি ।
ফরজে কেফায়া কি
ফরজ কেফায়া হচ্ছে- যা ব্যক্তিগতভাবে প্রত্যেকের জন্য অপরিহার্য নয়, সামগ্রিকভাবে সকল মুসলমানের উপর ফরয, যাতে করে কিছু লোক আদায় করলে সকলের জন্য হয়ে যায়, আর কেউই আদায় না করলে সকলে গুনাহগার হবে। যেমন- জানাযার নামায, মৃত ব্যক্তির দাফন-কাফন করা ইত্যাদি ।
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : ফরজ আইন কি, ফরজ কাকে বলে,farz kifaya,ফরজ কী, ফরজ কি |