পারদ (Hg) এর রাসায়নিক প্রভাব বর্ণনা কর।

পারদ (Hg) এর রাসায়নিক প্রভাব বর্ণনা কর।

পারদ (Hg) এর রাসায়নিক প্রভাব বর্ণনা কর।
বা পারদ দূষণের ফলে কী কী ধরনের শারীরবৃত্তীয় সমস্যা হতে পারে আলোচনা কর।

উত্তর : মারকারিই (Hg) একমাত্র ধাতু, যা সাধারণত তাপমাত্রায় তরল অবস্থায় বিরাজ করে। যে সমস্ত ধাতু পানি দূষণ সৃষ্টি করে, মারকারি তাদের মধ্যে অন্যতম বিষক্রিয়া। মারকারিকে এক সময় ক্ষতিকর পানি দূষক হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু 1995 সালে জাপানে মিনামাটা বিপর্যের পর মারকারি সম্পর্কে মানুষের দূষণ সম্পর্কিত ধারণার বিপুল পরিবর্তন ঘটেছে। বাস্তুতন্ত্র এবং মানুষের স্বাস্থ্যের ওপর মারকারি পরিবেশগত প্রভাব অত্যন্ত মারাত্মক।

তবে মিনামাটা রাসায়নিক কারখানাতে Hg নির্গমন ঘটলেও যাদের শরীরে Hg মিথাইল মারকারি (CH3Hg+) আকারে কিভাবে জমা হলো তা পরবর্তীতে অনেক গবেষণার মাধ্যমে জানা গেছে। দেখা গেছে যে, পানিতে মিথেন সংশ্লেষণ ব্যাকটেরিয়া দ্বারা Hg বা তরল লবণ মিথাইল মারকারিতে পরিবর্তিত হয়। এ পরিবর্তন ভিটামিন B12 এনজাইম কর্তৃক ত্বরান্বিত হয়। উৎপন্ন মিথাইল মারকারি সমুদ্র তলদেশে জমা হয় এবং তা প্রথমে প্লাঙ্কটন কর্তৃক শোষিত হয়ে খাদ্য শৃঙ্খলে অংশগ্রহণ করে । খাদ্য শৃঙ্খল এবং ঘনমাত্রা প্রোফাইল নিম্নে দেখানো হলো-

গ্রহণযোগ্য পরিমাণদূষণ পরিমাণ
8ppm – পাখি20ppm – পাখি
102 ppm – মাছ1 ppm – মাছ
104 – পানি10-3-পানি
চিত্র : Hg ক্রমবর্ধমান ও খাদ্য শৃঙ্খল

Hg -দূষণের কারণে নিম্নরূপ শারীরবৃত্তির সমস্যা সৃষ্টি হতে পারে।

(i) Hg এর বাষ্পচাপ খুবই বেশি এবং এর বাষ্প শ্বাসক্রিয়ার মাধ্যমে গ্রহণ কররে বিষক্রিয়া ঘটতে পারে। মারকারি গ্রহণের ফলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
(ii) মারকিউরিক ক্লোরাইড ক্ষয়ক্ষতি পদার্থ এবং যখন এটি শরীরে প্রবেশ করে তখন মিউকাস মেমব্রেনের প্রোটিন অধঃক্ষিপ্ত হয়। যার ফলে মুখমণ্ডল মলিন হয়ে যায় এবং আক্রান্ত স্থানে ব্যথা সৃষ্টি হয়।

(iii) Hg বিষক্রিয়ার কারণে মুখ ভরে বমি হয় এবং সে সাথে ডায়রিয়াও হতে পারে।
(iv) তাছাড়া প্রোটিনের সালফার বহনকারী অ্যামিনো এসিড এবং হিমোগ্লোবিন ও সেরাম অ্যালবুমিন এর সালফাইড্রাইল গ্রুপকে Hg2+ আক্রমণ করে নানান রকমের জীব রাসায়নিক পরিবর্তন সৃষ্টি করে থাকে।

(v) মিথাইল মারকারি স্তন্য দানকারী ও গর্ভবতী মায়ের শরীর থেকে সন্তারের শরীরেও স্থানান্তরিত হতে পরে।
(vi) রক্তে CH3 ও Hg+ এর মাত্র 0.5 ppm হলেই ক্রোমোজোম বিচ্ছিন্ন হয়ে যায় এবং কোষ বিভাজন বাধাগ্রস্ত হয়।

আরো পড়ুন : পলিক্লোরিনেটেড বাইফনাইলসমূহ (PCBs) শনাক্তকরণ ও পরিমাণ নির্ণয়ের পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।

ট্যাগ: পারদ (Hg) এর রাসায়নিক প্রভাব,পারদ (Hg) এর রাসায়নিক প্রভাব বর্ণনা কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top