প্রশ্ন: পানির COD নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা কর।
অথবা, রাসায়নিক অক্সিজেন চাহিদা (COD) কী? COD পরীক্ষার উদ্দেশ্য কী? COD পরীক্ষার মূলনীতি কার্যপদ্ধতি ও সীমাবদ্ধতা আলোচনা কর।
অথবা, পানির COD নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা কর।
অথবা, COD কী? এর বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর : COD নির্ণয়ের পদ্ধতি : এ প্রক্রিয়ায় দূষিত পানিতে জৈব এবং অজৈব পদার্থ জারিত হওয়ার ওপর নির্ভরশীল। এ প্রক্রিয়ায় দূষিত পানি নমুনায় Ag2SO4 এবং HgSO4 এর উপস্থিতিতে 50% H2SO4 দ্রবণের মধ্যে অতিরিক্ত পরিমাণ K2Cr2O যোগ করে 2-2 ঘণ্টা রেখে দেওয়া হয়। তখন নমুনার মধ্যে অবস্থিত জৈব এবং অজৈব যৌগ K2Cr2O7 দ্বারা জারিত হয়ে পানিও CO2 এ পরিণত হয়। এক্ষেত্রে পরীক্ষাকার্যে ব্যবহৃত Ag2SO4 প্রভাবক রূপে কাজ করে এবং HgSO4 ক্লোরাইড প্রভাবক দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে নিম্নরূপ বিক্রিয়া হয়-
[3CH2O] + 16H+ + 2Cr2O7 2- • 4Cr3+ + 3CO2 + 11H2O
পরবর্তীতে দ্রবণের মধ্যে বিক্রিয়ায় অবিক্রিত ডাই-ক্রোমেটকে প্রমাণ ম্যূর দ্রবণ দ্বারা টাইট্রেশন করে এর পরিমাণ নির্ণয় করা হয়।
কার্যপদ্ধতি : প্রথমে নমুনা পানি সংগ্রহ করা হয়। উক্ত নমুনা পানি হতে 5 – 50 ml পানি একটি 250ml কনিক্যাল ফ্লাক্সে নিই। অতঃপর এর মধ্যে 18 (N) H2SO4 এবং 0.2 (N) K2Cr2O7 এর 10 – 20ml মিশ্রিত দ্রবণ যোগ করা হয়। এরপর উক্ত দ্রবণের মধ্যে 1gm Ag2SO4 এবং 1gm HgSO4 যোগ করি এবং ৬ ঘণ্টা রিফ্লাক্স করি। এতে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়।
অতঃপর দ্রবণকে শীতল করা হয় এবং বিক্রিয়ায় অবিক্রিয়ত K2Cr2O7 কে 8 – 10 ফোঁটা ফেরোইন দ্রবণ নির্দেশকের উপস্থিতিতে Hg2SO4 এ দ্রবীভূত ম্যূর লবণ (ফেরাস অ্যামোনিয়াম সালফেট) দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হয়। অতঃপর নিচের সমীকরণ দ্বারা COD নির্ণয় করা হয়। COD-এর পরিমাণকে mg/L এককে প্রকাশ করা হয়।
COD নির্ণয় : নমুনার COD মানকে নিম্নোক্তভাবে হিসাব করা হয় :
CODmg/L=(V1 – V2 ) × N x 8 × 100/X
এখানে, V1 = ফাঁকা নমুনার জন্য ব্যবহৃত ম্যূর লবণের (ফেরাস অ্যামোনিয়াম সালফেট) দ্রবণের আয়তন।
V2 = নমুনা টাইট্রেশনের জন্য ব্যবহৃত সালফেটের আয়তন।
N = ম্যূর লবণের (ফেরাস অ্যামোনিয়াম সালফেট) দ্রবণের নরমালিটি।
X = পরীক্ষার জন্য গৃহীত নমুনার আয়তন।
অতএব, প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য কোনো নমুনার COD মান BOD মান অপেক্ষা বেশি হয়। কারণ COD নির্ণয়ের ক্ষেত্রে জৈব ভাঙ্গনযোগ্য এবং জৈবিক ভাঙ্গনে নিষ্ক্রিয় এই উভয় প্রকার জৈবই বস্তুই জরিত হয়।
আরো পড়ুন : মূর্ত্তিকা দূষণ কী? মাটি দূষণে কীটনাশকের ভূমিকা ব্যাখ্যা কর।
ট্যাগ: পানির COD নির্ণয়ের একটি পদ্ধতি, পানির COD নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা কর। |