ট্রেস মৌলের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর : ট্রেস মৌল : খুবই কম ঘনমাত্রা সম্পন্ন মৌলকে ট্রেস মৌল বলে। এরা বিষাক্ত ধাতুর সাথে ভূ-পৃষ্ঠে অবস্থান করে। এসব মৌল পরিবেশ দূষণ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘনমাত্রার ভিত্তিতে ট্রেস মৌলকে দুই ভাগে ভাগ করা হয়। যথা: ১. হালকা ধাতু ও ২. ভারী ধাতু।
সাধারণত Ni, Zn, Hg, pb, Cu, Cd ইত্যাদিকে ভারী ধাতু বলা হয়। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উভয় প্রক্রিয়ায় ট্রেস মৌলসমূহ পরিবেশে অন্তর্ভুক্ত হয় এবং পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে।
আরো পড়ুন: Pd এর জীবরাসায়নিক প্রভাব আলোচনা কর।