জুপ্লাংকটন কী? (What is zooplankton?)
উত্তর : পানিতে অতি সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল প্রাণী দেখা যায় সে সকল প্রাণী হলো জুপ্লাংকটন। জুপ্লাংকটন খালি চোখে দেখা যায় না।
জুপ্ল্যাংকটন কি?
জুপ্ল্যাংকটন হলো– ছোট ছোট জলজ প্রাণী যেগুলো সাধারণত পানির উপরের স্তরে ভাসমান অবস্থায় থাকে এবং নিজের ইচ্ছায় কোথাও যেতে পারে না। তারা স্রোতের সাথে ভাসতে ভাসতেই চলাচল করে। এই কারণেই ইংরেজি শব্দ “plankton” এর অর্থ হলো “দেখতে দেখতে ভাসমান”।
আরো পড়ুন : ইকোসিস্টেম কী? (What is ecosystem?)