গ্রীন হাউস কী? (What is green house?)

গ্রীন হাউস কী, (What is green house)

গ্রীন হাউস কী? (What is green house?)

উত্তর : গ্রীন হাউস হলো কাঁচনির্মিত ঘর বা কক্ষ। সাধারণত পৃথিবীর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 15°C এর কাছাকাছি থাকে। কিন্তু শীতপ্রধান দেশে বিশেষ করে শীতকালে এ তাপমাত্রা হিমাংকের কাছাকাছি নেমে আসে। এটি উদ্ভিদজগতের কাছে স্বাভাবিক নয়। এ নিম্ন তাপমাত্রায় এরূপ দেশে অঙ্কুরিত বীজের তথা চারা গাছের বৃদ্ধি ব্যাহত হয়।

শীতপ্রধান অঞ্চলের পরিবেশে গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদ মানিয়ে নিতে পারে না। এ সমস্যা সমাধানকল্পে গ্রীষ্মপ্রধান অঞ্চলের গাছপালা শীতপ্রধান দেশে প্রতিপালনের জন্য কাঁচনির্মিত বাগানঘর (তথা গ্রিনহাউজ) ব্যবহার করা হয়। এর ভিতরে জলবায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রিত করা হয়।

আরো পড়ুন : অবিন্দু উৎস কী? (What is non-point source?)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top