
খারেজীদের বিভিন্ন দল
খারেজীদের বিভিন্ন দল ও তাদের প্রতিষ্ঠাতাদের নাম : ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়গুলোর মধ্যে খারেজী সম্প্রদায় সর্বপ্রাচীন। এরা শিয়াদের মতো প্রথমে রাজনৈতিক সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে নিজেদের ধর্মীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করে। আকিদার কিতাবগুলো প্রমাণ করে, খারেজীদের মধ্যে বিভিন্ন ছোট খাট দল রয়েছে। তাদের সংখ্যা ২০-এর ওপরে হলেও ৮টি দল প্রসিদ্ধ। তাদের নাম ও প্রতিষ্ঠাতাদের নাম নিম্নরূপ-
খারেজীদের দলের সংখ্যার তালিকা
দলের নাম : | প্রতিষ্ঠাতার নাম : |
১. الازارقة (আল ইযারাকা) | নাফে ইবনে আযরাক। |
২. البيهسية (আল বাইহাসিয়্যা) | আবু বায়হাস আল হাইসাম ইবনে জাবের। |
৩. الإباضية (আল ইবাযিয়্যা) | আবদুল্লাহ ইবনে আবায আল মারিয়্যা। |
৪. التَّعَالية (আস সায়ালাবা) | সায়ালাব ইবনে আমের। |
৫. الْعَجَارِدَة (আল আজারিদা) | আবদুল করিম। |
৬. المحكَمَةُ الأولى (প্রথম আদালত) | এতাব ও আবদুল্লাহ ওহাব। |
৭. النُّعْدَات (আন নাজদাত) | নাজদাহ ইবনে আতিয়্যা ইবনে আমের আল হানাফী। |
৮. الصَّفْرِيَّة (আস সাফরিয়া) | যিয়াদ ইবনুল আসফার। |
খারেজীরা যদিও নিজেদেরকে ইসলামী দলগুলোর অন্তর্ভুক্ত মনে করে; কিন্তু বাস্তবতার নিরিখে বলা যায়, তাদের কর্মনীতির মধ্যে ভ্রান্ত মতবাদ বেশি। তাই এ মতাদর্শ বর্জন করা ঈমানের দাবি।
আরো পড়ুন :
খারেজী সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ
আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইতিহাস
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা
أهل السنة والجماعة -এর পরিচিতি
আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য
কাদিয়ানীদের আকিদার মূলনীতিসমূহ
ট্যাগ সমূহ : খারেজীদের দল কয়টি,খারেজীদের সংখ্যা,খারেজীদের দলের সংখ্যা কয়টি,খারেজীদের প্রতিষ্ঠাতাদের নাম,খারেজীদের দলের সংখ্যা |