ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
একটা শিশুর জন্মের পর প্রত্যেক মুসলিম পিতা-মাতার কর্তব্য হলো তার জন্য একটি সুন্দর ইসলামী নাম রাখা। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের ন্যায় বাংলাদেশের মুসলিমদের মাঝেও ইসলামী সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের সাথে মিল রেখে তার শিশুর নাম নির্বাচন করার আগ্রহ দেখা যায়। এজন্য তাঁরা শিশুর নাম নির্বাচন করার জন্য পরিচিত আলেম-ওলামাদের শরণাপন্ন হন। তবে সত্যি কথা বলতে কী আমাদের পড়াশুনা এই বিষয়ে একেবারে অপ্রতুল।
তাই ইসলামী নাম রাখার আগ্রহ থাকার পরও অজ্ঞতাবশত আমরা এমন এমন নাম নির্বাচন করে ফেলি যেগুলো আদৌ ইসলামী নামের আওতাভুক্ত নয়। শব্দটি আরবী অথবা কুরআনের শব্দ হলেই যে নামটি ইসলামী হবে তাতো নয়। কুরআনুল কারিমে তো পৃথিবীর নিকৃষ্টতম কাফেরদের নাম উল্লেখ আছে। ফেরাউন, ইবলিস, হামান, কারুন, আবু লাহাব ইত্যাদি এদের নাম তো কুরআনে উল্লেখ আছে; তাই বলে কী এসব নামে নাম বা উপনাম রাখা সমীচীন হবে!?
[বকর আবু যায়দ, তাসমিয়াতুল মাওলুদ, পৃষ্ঠা- ১/১০ ও ইবনুল কাইয়্যেম, তুহফাতুল মাওদুদ, পৃষ্ঠা-১/১২১।] এখানে বর্ণিত আছে যে, ব্যক্তির নাম তার স্বভাব চরিত্রের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। শাইখ বকর আবু যায়েদ বলেন, ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যের মিল থাকে। এটা মহান আল্লাহর তা‘আলার হেকমতের দাবী। যে ব্যক্তির নামের অর্থের চপলতা রয়েছে সেই ব্যাক্তির চরিত্রেও চপলতা পাওয়া যায়। যেই ব্যাক্তির নামের মধ্যে গাম্ভীর্যতা আছে সে ব্যাক্তির চরিত্রে গাম্ভীর্যতা পাওয়া যায়। কোনো খারাপ নামের অধিকারী লোকের চরিত্রও খারাপ হয়ে থাকে। কোনো ভালো নামের অধিকারী ব্যক্তির চরিত্রও ভাল হয়ে থাকে।”
রাসূল (সা:) কারো ভালো নাম শুনে আশাবাদী হতেন। হুদাইবিয়ার সন্ধিকালে মুসলিম ও কাফের দুইপক্ষের মধ্যে টানাপোড়নের এক পর্যায়ে আলোচনার জন্য কাফেরদের প্রতিনিধি হয়ে সুহাইল ইবনে ‘আমর নামে এক ব্যক্তি এগিয়ে এল তখন রাসূল সা: সুহাইল নামে আশাবাদী হয়ে বলেন, “সুহাইল তোমাদের জন্য সহজ করে দিতে এসেছেন।” সুহাইল শব্দটি সাহলুন (সহজ) শব্দের ক্ষুদ্রতানির্দেশক রূপ। যার অর্থ হলো- “অতিশয় সহজকারী।” বিভিন্ন কবিলার ভালো অর্থবোধক নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী হওয়ার নজির আছে। তিনি বলেছেন: “গিফার (ক্ষমা করা) কবিলা তথা গোত্রের লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। আসলাম (আত্মসমর্পণকারী/শান্তিময়) কবিলা বা গোত্রের লোকদেরকে আল্লাহ শান্তি দিন।”
সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই অর্থবহ ও সুন্দর নাম নির্বাচন করা আবশ্যক। কেননা, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের নাম ও পিতার নামসহ ডাকা হবে। তাই আমরা যেন নাম রাখার ব্যাপারে সচেতন হই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক আমিন।
আজ আমরা ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম সর্ম্পকে আলোচনা করা হলো যেই নাম গুলো শুনতে ভালো কিন্তু অর্থ ভালো নয় সেগুলো রাখা যাবে না। নিচে সব ধরনের নাম দেওয়া হলো আশা করি আপনারা আপনাদের বিবেক অনুযায়ী নাম রাখাবেন ইনশাআল্লাহ।
ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
ক্রমিক | নাম | নামের অর্থ |
১ | ঊর্মিলা | তরঙ্গের মালা। |
২ | ঊলা | সমুদ্রে পাওয়া যায় এমন রত্ন |
৩ | ঊষা | সকাল, ভোর |
৪ | ঊষাকিরণ | ভোরের সূর্যের কিরণ |
৫ | ঊষার্থী | সকালে গাওয়া হয় এমন রাগ |
৬ | ঊষাশ্রী | সুন্দর, সুখদায়ী |
৭ | ঊর্মিমালা | তরঙ্গের মালা, স্রোতময়ী, নদী |
৮ | উর্মী | ঢেউ। |
৯ | উষা | ভোর, প্রভাত। |
১০ | ঊর্মিষা | সংবেদনায় পূর্ণ নারী। |
১১ | ঊষাকিরণ | ভোরের সূর্যের কিরণ। |
১২ | উজুরী | সৌন্দর্য |
১৩ | ঊনী | যে সাথে থাকে |
১৪ | ঊন্যা | তার, স্রোতযুক্ত, তরঙ্গময় |
১৫ | ঊবাহ | এক ফুল |
১৬ | ঊর্জা | এনার্জি, শক্তি, ক্ষমতা, শ্বাস |
১৭ | ঊর্বা | বৃহৎ, বিশাল |
১৮ | ঊবীনা | সখী, বন্ধু |
১৯ | উর্মিলা | তরঙ্গের মালা |
২০ | ঊষা | সকাল, ভোর |
২১ | ঊর্ধ্বীনা | সখী, বন্ধু |
২২ | ঊর্জা | এনার্জি, শক্তি, ক্ষমতা, শ্বাস |
২৩ | ঊষাশ্রী | সুন্দর, সুখদায়ী |
২৪ | ঊন্যা | তার, স্রোতযুক্ত, তরঙ্গময় |
২৫ | ঊর্বা | বৃহৎ, বিশাল |
২৬ | ঊবাহ | এক ফুল |
২৭ | ঊনী | যে সাথে থাকে |
২৮ | উলা | সমুদ্রে পাওয়া যায় এমন রত্ন |
২৯ | ঊজুরী | সৌন্দর্য |
৩০ | উজুরী | সৌন্দর্য |
৩১ | উপায়ন | উপগ্রহ |
৩২ | উদয়ন | বাগান। |
৩৩ | উদিতা | সূর্য্যদয়। |
৩৪ | উজমা | সবচেয়ে উদার, ক্ষমা |
৩৫ | উদিতা | যার উদয় হয়েছে |
৩৬ | উভী | রাজকুমারী |
৩৭ | উদয়তি | উপরে ওঠা, উত্থান |
৩৮ | উসরী | একটি নদী |
৩৯ | ঊর্মিলা | তরঙ্গের মালা |
৪০ | উর্মিমালা | তরঙ্গের মালা, স্রোতময়ী, নদী |
৪১ | উজ্জ্বলা | উজ্জ্বল, যার থেকে জ্যোতি বেরোয় |
৪২ | উজয়াতি | বিজয় লাভ করেছে যে, বিজয়ী |
৪৩ | উপমা | প্রশংসা, সবথেকে ভালো |
৪৪ | উল্কা | আগুন, প্রদীপ, মহাজাগতিক বস্তু, প্রতিভাশালী |
৪৫ | উপলা | পাথর, গহনা, একটি রত্ন |
৪৬ | উপকোষা | ধন, নিধি |
৪৭ | উন্নিকা | স্রোেত, তরঙ্গ |
৪৮ | উতারা | উচ্চতর, উত্তর, একটি তারা, রাজা বিরটের কন্যা |
৪৯ | উদ্যতি | উঁচু, ক্ষমতা |
৫০ | উদ্বীশ | সত্যবাদী, সৎ |
৫১ | উন্নয়া | যার স্রোত আছে, রাত |
৫২ | উজেশ | জয়, বিজয় |
৫৩ | উলিমা | চতুর, বুদ্ধিমান |
৫৪ | উমাঙ্গী | আনন্দ, খুশী, প্রসন্নতা |
৫৫ | উৎকলিকা | একটি তরঙ্গ, কৌতূহল, কুঁড়ি |
৫৬ | উত্তরিকা | কিছু দেওয়া, প্রদান করা |
৫৭ | উথমা | অসাধারণ, বিশেষ |
৫৮ | উথামী | সৎ, সত্য, কপটহীন |
৫৯ | উষানা | ইচ্ছুক |
৬০ | উজ্জ্বলিতা | উজ্জ্বল, বিদ্যুৎ |
৬১ | উল্লসিতা | আনন্দিত, হর্ষ, আশায় পূর্ণ |
৬২ | উদারমতি | বুদ্ধিমান, উদার |
৬৩ | উর্মি | ঢেউ |
৬৪ | উর্বশী | অপরূপ সুন্দরী স্বর্গ বারাঙ্গণা |
৬৫ | উজ্জ্বলা | আলোকিতা |
৬৬ | উজ্জয়িনী | মালবদেশের রাজধানী |
৬৭ | উষসী | স্বায়ংসন্ধ্যা / অতীব সুন্দরী |
৬৮ | ঊর্মিষা | সংবেদনায় পূর্ণ নারী |
৬৯ | ঊর্বা | বৃহৎ, বিশাল |
৭০ | ঊর্বীনা | সখী, বন্ধু |
আরো পড়ুন :
সাহাবীদের নাম এর তালিকা
অ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
ঈ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
উ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
ট্যাগ সমূহ : ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম,ঊ দিয়ে মেয়েদের নাম,ঊ দিয়ে নাম,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম,উ দিয়ে নাম অর্থসহ,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম,ঊ দিয়ে মেয়েদের নাম,ঊ দিয়ে নাম,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম,উ দিয়ে নাম অর্থসহ,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম,ঊ দিয়ে মেয়েদের নাম,ঊ দিয়ে নাম,ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম,উ দিয়ে নাম অর্থসহ |