উটের যাকাতের নিসাব কয়টি
যে ব্যক্তি পাঁচটি উটের মালিক হবে সে সাহেবে নেসাব হবে। তার ওপর যাকাত ওয়াজিব। তার কম উটের জাকাত নেই।
নিসাব ও যাকাতের হারের বিবরণ
পাঁচ’টি (৫) উটের ওপর একটি ছাগল ওয়াজিব এবং ৯টি উট পর্যন্ত ঐ একটি ছাগল দেওয়াই ওয়াজিব।
দশ’টি (১০) উট হলে দু’টি ছাগল এবং ১৪টি পর্যন্ত ঐ দু’টি ছাগল দেওয়াই ওয়াজিব।
পনেরো’টি উট হলে তিনটি ছাগল এবং ১৯টি পর্যন্ত ঐ ৩টি ছাগল দেওয়াই ওয়াজিব।
বিশ’টি উটে চার’টি ছাগল এবং ২৪টি পর্যন্ত ঐ চার’টি ছাগল দেওয়াই ওয়াজিব।
পঁচিশ’টি উটের ওপর এমন এক উটনী দিতে হবে যেই উটনীর বয়স দ্বিতীয় বছর শুরু হয়েছে।
২৬ থেকে ৩৫ পর্যন্ত অতিরিক্ত কিছু দিতে হবে না। ৩৬টি উট হলে এমন এক উটনী দিতে হবে যেই উটনীর বয়স তৃতীয় বছর শুরু হয়েছে।
৩৭ থেকে ৪৫ পর্যন্ত অতিরিক্ত কোনো উটের জাকাত নেই।
৪৬টি উট হলে এমন এক উটনী দিতে হবে যেই উটনীর বয়স চতুর্থ বছর শুরু হয়েছে।
৪৭ থেকে ৬০ পর্যন্ত অতিরিক্ত কোনো উটের জাকাত নেই।
৬১টি হলে এমন এক উটনী দিতে হবে যেই উটনীর বয়স পঞ্চম বছর শুরু হয়েছে।
৬২ থেকে ৭৫ পর্যন্ত অতিরিক্ত কোনো উটের জাকাত নেই।
৭৬ হলে দু’টি উটনী যাদের বয়স তৃতীয় বছর শুরু হয়েছে।
৭৭ থেকে ৯০ পর্যন্ত কোনো অতিরিক্ত উটের জাকাত নেই।
৯১টি হলে দুটি এমন উটনী দিতে হবে যেই উটনীর বয়স চতুর্থ বছর শুরু হয়েছে।
১২০ পর্যন্ত উপরোক্ত দুটি উটনী । তারপর পুনরায় সেই হিসেব শুরু হবে—অর্থাৎ ৫টির ওপর এক ছাগল, ১০টির ওপর দু ছাগল।
যাকাত দানের ব্যাপারে একটি জরুরী ব্যাখ্যা
সোনা, চাঁদি ও পশুর যে জাকাত ওয়াজিব হবে তা সোনা, চাঁদি এবং পশুর আকারেও দেয়া যাবে এবং নগদ টাকায়ও দেয়া যাবে। অলংকারের জাকাতে সোনা চাঁদি দেয়া জরুরী নয়। বাজারের প্রচলিত নিরিখে তার মূল্য ধরে নগদও দেয়া যায়।
আরো পড়ুন :
শতকরা কত পার্সেন্ট যাকাত দিতে হয়
যাকাত ওয়াজিব হওয়ার শর্ত কি কি
যে সব সম্পদের যাকাত দিতে হয় না
মুদ্রা ও নোটের যাকাত এর পরিমাণ
ট্যাগ সমূহ : উটের যাকাতের নিসাব কয়টি,কয়টি উটের যাকাত ফরজ,উটের যাকাত,উটের নিসাব,উটের যাকাতের নিসাব কয়টি,কয়টি উটের যাকাত ফরজ,উটের যাকাত |