ইরাম এর পরিচিতি
ইরাম বলতে আদ সম্প্রদায়ের ঐ অংশকে বুঝায়, যাদের পূর্বপুরুষে ইরাম নামক এক বিশিষ্ট ব্যক্তি ছিল। আদ সম্প্রদায় ইরামের বংশধর বলে তাদেরকে কাওমে ইরাম বলা হতো। তাদের তুলনায় তাদের পূর্বপুরুষ ইরামের নিকটবর্তী বিধায় তাদেরকে عاد ارم শব্দে ব্যক্ত করা হয়েছে।
সূরা নজমে তাদেরকে عاد الاولى শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে। ইরাম হযরত নূহ (আ)-এর পৌত্র এবং সামের পুত্র ছিল। ইরামের পুত্রের নাম ছিল আবের, আর আবেরের পুত্র ছিল সামুদ। সামুদের নামানুসারে এ সম্প্রদায়কে কাওমে সামুদ বলা হতো।
ইরামের অপর পুত্র আওস-এর সন্তান ছিল আদ। আদের বংশধরদেরকে বলা হতো কওমে আদ। কাওমে আদ ও কাওমে সামুদ উভয় গোত্রই ইরাম-এর অন্তর্ভুক্ত। আদ সম্প্রদায়ের আবার দুটি অংশ রয়েছে- প্রাচীন আদ ও নবীন আদ।
কুরআনে আদ-এর নাম উচ্চারণের পর ‘ইরাম’-এর উল্লেখ দ্বারা এ কথাই বুঝানো হয়েছে যে, প্রাচীন আদ সম্প্রদায়ই এ স্থলে আলোচনার লক্ষ্যবস্তু। কারণ ইরাম ও প্রাচীন আদ সম্প্রদায়ের মধ্যকার ব্যবধান নবীন আদ সম্প্রদায়ের তুলনায় সামান্য হওয়াতেই প্রাচীন আদকেই আদে ইরাম নামে অভিহিত করা হতো। (রূহুল মায়ানী, বয়ান, খাযেন, হোসাইনী)
আরো পড়ুন :
ট্যাগ সমূহ : ইরাম এর পরিচিতি, ইরাম নামের অর্থ কি, ইরাম নগরী |