প্রশ্ন : ইউট্রোফিকেশন কি? এর ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।

ইউট্রোফিকেশন কি , এর ক্ষতিকর প্রভাব বর্ণনা কর
ইউট্রোফিকেশন কি,ইউট্রোফিকেশন কি

প্রশ্ন : ইউট্রোফিকেশন কি? এর ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।

উত্তর : কঠিন বা তরল বর্জ্যের মাধ্যমে নির্গত বিভিন্ন পুষ্টি পদার্থ জলজ পরিবেশে সঞ্চিত হলে জলজ উদ্ভিদ ও প্রাণীর ব্যাপক বৃদ্ধি ও বংশ বিস্তার ঘটার প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে।

নিম্নে ইউট্রোফিকেশন কি-এর ক্ষতিকর প্রভাবের বর্ণনা দেওয়া হলো

পানিতে ইউট্রোফিকেশনের ফলে এক ধরনের কঠিন সমস্যার সৃষ্টি হয়। সমস্যাগুলো একটি অন্যকে প্রভাবিত করার কারণে সমস্যার ব্যাপকতা আরও বৃদ্ধি পায়। যেমন—

১. ইউট্রোফিকেশনের কারণে জলাশয়ে উদ্ভিদের (বিশেষ করে শৈবাল) বৃদ্ধি এত বেশি পরিমাণে হয় যে, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর চলাচলে খুবই বাধা সৃষ্টি হয়। ফলে এদের পক্ষে বংশবিস্তার ও টিকে থাকা খুব দুষ্কর হয়ে পড়ে।

২. অধিক পরিমাণ জলজ উদ্ভিদ জন্মানোর পর তা মারা গেলে পানি স্তরের নিচে জৈব পদার্থের তলানি সৃষ্টি হয়। ব্যাকটেরিয়ার দ্বারা এসব জৈব পদার্থ ও পানি সংমিশ্রিত হওয়ার মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে নদী বা হ্রদের তলদেশে সঞ্চিত হতে থাকে। এর ফলে নদী ও হ্রদ ভরাট হয়ে মৃত নদী বা জলাভূমিতে পরিণত হয় এবং এক পর্যায়ে জলাভূমি শুষ্ক হয়ে ভূমিতে পরিণত হয়।

৩. জলজ আগাছা বৃদ্ধির হওয়ার পর তা মরে বিচ্ছিন্ন হওয়ার সময় প্রচুর পরিমাণে দ্রবীভূত অক্সিজেন (DO) খরচ হয়। ফলে পানির DO হ্রাস পাওয়ার কারণে জলজ প্রাণীর বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়ে।

৪. অতিরিক্ত শৈবাল মরে পচে দুর্গন্ধ ছড়ার সম্ভাবনা থাকে। পরিশেষে বলা যায় যে, ইউট্রোফিকেশন ঠেকাতে হলে নর্দমার ময়লা আবর্জনা পরিষ্কার করে তা নিঃসৃত করতে হবে। এছাড়া নদী বা হ্রদের পাড় উঁচু করতে হবে, যাতে বাইরের ময়লা আবর্জনা ধুয়ে নদীতে বা হ্রদে গিয়ে মিশতে না পারে।

আরো পড়ুন : গ্রিন হাউজ প্রভাব কি? ভূমণ্ডলের উপর এই প্রভাবের ফলাফলগুলো আলোচনা কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top