প্রশ্ন : অম্লবৃষ্টি নিয়ন্ত্রণের উপায়গুলো লিখ।

অম্লবৃষ্টি নিয়ন্ত্রণের উপায়
অম্লবৃষ্টি নিয়ন্ত্রণের উপায়গুলো

প্রশ্ন : অম্লবৃষ্টি নিয়ন্ত্রণের উপায়গুলো লিখ।

উত্তর : অম্ল বৃষ্টির অন্যতম কারণ হচ্ছে মানর সৃষ্টি দূষণ ক্রিয়া। যে যে উপায়ে অম্ল বৃষ্টি হ্রাসকরণ করা যায় তা নিচে উল্লেখ করা হলো-

অম্লবৃষ্টি নিয়ন্ত্রণের উপায়গুলো :
১. পুরাতন ত্রুটিযুক্ত ইঞ্জিন পরিত্যাগ করা।
২. জ্বালানি পরিশোধন করে ব্যবহার করা এবং কম সালফারযুক্ত জ্বালানি ব্যবহার করা ।
৩. দীর্ঘ Smoke stakes নিষিদ্ধ করা।
৪. SO2 ও NOx নির্গমনের মাত্রা প্রতিক্ষেত্র ধার্য করা।
৫. NOx কে N2 পরিণত করে বাতাসে ছাড়া।
৬. কয়লা ধৌত করে ব্যবহার করা ও ব্যবহার যথাসম্ভব সীমিত করা।
৭. জলাশয়ে চুন ব্যবহার করা।
৮. বর্তমানে ব্যবহৃত জ্বালানির পরিবর্তে বিকল্প শক্তি জ্বালানি ব্যবহার করা।
৯. উদ্ভূত NO2 এবং SO2 গ্যাসসমূহকে নিম্নোক্ত রাসায়নিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বায়ু থেকে আলাদা করে অম্ল বৃষ্টি হ্রাস করা যায়।

NO2 + SO2 + H2O → H2SO4 + NO
NO2 + NO → N2O3
N2O3 + 2 H2SO4 → 2NO HSO4 + H2O
2NO HSO4 +½ O2 + H2O → 2H2SO4 + 2NO
3NO2 + H2O → HNO2 + 2NO

আরো পড়ুন : ইউট্রোফিকেশন কি? এর ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top