খারেজী সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ

খারেজীদের উৎপত্তি হয়,খারেজী সম্প্রদায়ের উৎপত্তি,খারেজীদের উৎপত্তি,খারেজী,খারেজীদের ইতিহাস,খারেজীদের উৎপত্তি,খারেজীদের ক্রমবিকাশ,খারেজীদের পতন,

খারেজী সম্প্রদায়ের উৎপত্তি

ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়গুলোর মধ্যে খারেজী সম্প্রদায় সর্বপ্রাচীন। এরা শিয়াদের মতো প্রথমে রাজনৈতিক সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে নিজেদের ধর্মীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করে। ঐতিহাসিক হিট্টি বলেন- The acceptance of the principle of arbitration proved disastrous to Ali in more than one way; it alienated the sympathy of a large body of his own followers. These kharijites as they were called, the earliest sect of Islam.

খারেজীদের ক্রমবিকাশ :

১. আবু যর গিফারীর নির্বাসন : হযরত ওসমান (রা)-এর খেলাফতকালে ক্ষুদ্র মতানৈক্যের কারণে প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী (রা)-এর স্বেচ্ছানির্বাসন ও নির্বাসিত অবস্থায় তাঁর মৃত্যুকে কেন্দ্র করে মুনাফিক গোষ্ঠী আবদুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে হযরত ওসমান (রা)-কে ক্ষমতাচ্যুত করার আন্দোলন জোরদার করে। পরবর্তীতে এদের অনুসারীদের হাতে হযরত ওসমান (রা) শাহাদাতবরণ করেন। মুনাফিকদের এ সম্প্রদায়টিই পরবর্তীতে হযরত আলী (রা)-এর পক্ষাবলম্বন করে। মূলত ব্যাপারটি ছিল আবু যর গিফারী (রা)-কে ঘিরে মুনাফিকদের একটা ষড়যন্ত্র।

২. হযরত আলীর পক্ষ ত্যাগ : ৬৫৭ খ্রিস্টাব্দে হযরত আলী (রা) ও মুয়াবিয়া (রা)-এর মাঝে সিফফীনে সংঘটিত যুদ্ধের পর দুমাতুল জান্দালে আপস মীমাংসার জন্য সালিসের ব্যবস্থা করা হলে হযরত আলী (রা)-এর পক্ষীয় কতিপয় লোক তা মেনে নিতে পারেনি। এমতাবস্থায় তারা ১২০০০ সৈন্য হযরত আলী (রা)-এর পক্ষ ত্যাগ করে হারুরা নামক স্থানে ঘাঁটি স্থাপন করে। পরে কৌশলগত সুবিধা বিবেচনা করে সেখান থেকে সরে গিয়ে নাহরাওয়ানে ঘাঁটি স্থাপন করে।

৩. হযরত আলী কর্তৃক নাহরাওয়ান অভিযান : হযরত আলী (রা) খারেজীদের বিদ্রোহী বলে চিহ্নিত করেন এবং তাদের নির্মূল করার জন্য নাহরাওয়ান অভিমুখে অভিযান পরিচালনা করেন। এ যুদ্ধে খারেজীদের নেতা আবদুল্লাহ ইবনে ওয়াহাব বহু অনুচরসহ নিহত হয়।

৪. হযরত আলীর শাহাদাতবরণ : নাহরাওয়ানের যুদ্ধে পরাজিত হয়েও খারেজীরা সামাজিকভাবে খুজিস্তান, ফারস, কিরমান প্রভৃতি স্থান অধিকার করতে সক্ষম হয়। এ সময় খারেজীদের হাতে হযরত আলী (রা) শাহাদাতবরণ করেন।

৫. খারেজীদের পতন : খারেজী সম্প্রদায় ছিল সর্ববিষয়ে চরমপন্থি। আব্বাসী খেলাফতকালে তারা চরম অরাজকতা সৃষ্টি করে। আব্বাসী খলিফাগণ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তারা কার্যত পরাজয়ের গ্লানি নিয়ে আফ্রিকায় গমন করে। মিসরের ফাতেমীয়দের শাসনামলে তারা একেবারে সমূলে ধ্বংসপ্রাপ্ত হয় তারা এ দল ত্যাগ করাকে আল্লাহর নেয়ামত মনে করত এবং নিজেদেরকে আল্লাহর সঠিক পথে আছে বলে মনে করত। নিম্নোক্ত আয়াতটি দিয়ে তারা নিজেদেরকে সান্ত্বনা দিত- ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الـمـوت فقد وقع اجره على الله- والله غفور رحيم

আরো পড়ুন :

খারেজীদের পরিচয়

খারেজী শব্দের অর্থ কি

খারেজী কাকে বলে

খারেজী নামকরণের কারণ

আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইতিহাস

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা

আহলে সুন্নাত ওয়াল জামাত

أهل السنة والجماعة -এর পরিচিতি

আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য

কাদিয়ানী সম্প্রদায়ের ইতিহাস

কাদিয়ানী মতবাদের পরিচিতি

কাদিয়ানীদের উৎপত্তির ইতিহাস

কাদিয়ানীদের আকিদার মূলনীতিসমূহ

আদ জাতির ইতিহাস

সামুদ জাতির ধ্বংসের ইতিহাস

ফেরাউন এর ঘটনা

ট্যাগ সমূহ : খারেজীদের উৎপত্তি হয়,খারেজী সম্প্রদায়ের উৎপত্তি,খারেজীদের উৎপত্তি,খারেজী,খারেজীদের ইতিহাস,খারেজীদের উৎপত্তি,খারেজীদের ক্রমবিকাশ,খারেজীদের পতন,খারেজীদের উৎপত্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top