খারেজী শব্দের অর্থ কি

খারিজি শব্দের অর্থ কি,খারেজী  কি,খারেজী মানে কি,খারেজী অর্থ কি,খারেজী কারা,খারেজী শব্দের অর্থ কী,খারেজী কাকে বলে,খারেজী সম্প্রদায় বলতে কী বুঝ,খারেজীদের লক্ষণ,খারেজীদের পরিচয়, খারেজী নামকরণের কারণ,খারিজি কারা,খারিজি অর্থ কি

খারেজীদের পরিচয় :

নবী করীম (স)-এর ওফাতের পর মুসলমানদের মাঝে নানা সম্প্রদায়ের উদ্ভব ঘটে। তাদের মধ্যে খারেজী সম্প্রদায় প্রাচীনতম। এ সম্প্রদায় শিয়াদের মতো প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে নিজেদের ধর্মীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করে।

খারেজী শব্দের অর্থ কি

খারেজী (الخوارج) -এর আভিধানিক অর্থ হলো- পৃথক, মুক্ত হওয়া, বের হওয়া, বিচ্ছিন্ন হওয়া, দল ত্যাগ করা ইত্যাদি।

খারেজী কাকে বলে

খারেজী এর পারিভাষিক সংজ্ঞা :
আল মুজামুল ওয়াসীত প্রণেতা বলেন— فِرْقَةٌ مِنَ الْفِرقِ الْإِسْلَامِيَّةِ خَرَجُوا عَلَى الْإِمَامِ عَلَى (رض) وَخَالَفُوا رَأْيَة অর্থাৎ, খারেজী সম্প্রদায় হলো ইসলামী দলসমূহ থেকে এমন একটি দল, যারা হযরত আলী (রা)-এর বিরুদ্ধে বের হয়েছে এবং তাঁর মতের বিরোধিতা করেছেন।

নামকরণের কারণ :
খারেজীদের নামকরণের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন-
১. তারা মুসলমানদের দল ত্যাগ করে শরীয়তের কতিপয় মাসয়ালার ব্যাপারে কঠোরতা অবলম্বন করে। তাই তাদেরকে খারেজী বলা হয়।
২. হযরত আলী (রা)-এর বৈঠক থেকে ১২,০০০ সৈন্য বের হয়ে কুফার হারুরা নামক স্থানে গিয়ে দল গঠন করায় এদের নাম খারেজী রাখা হয়।
৩. হযরত আলী (রা) বলেছিলেন- সকল হুকুমের মালিক আল্লাহ তায়ালা। এ কথায় একমত না হয়ে বিদ্রোহ করে দল ত্যাগ করায় এদেরকে খারেজী বলা হয় ।

আরো পড়ুন :

আহলে সুন্নাত ওয়াল জামাত এর ইতিহাস

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা

আহলে সুন্নাত ওয়াল জামাত

أهل السنة والجماعة -এর পরিচিতি

আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য

কাদিয়ানী সম্প্রদায়ের ইতিহাস

কাদিয়ানী মতবাদের পরিচিতি

কাদিয়ানীদের উৎপত্তির ইতিহাস

কাদিয়ানীদের আকিদার মূলনীতিসমূহ

আদ জাতির ইতিহাস

সামুদ জাতির ধ্বংসের ইতিহাস

ফেরাউন এর ঘটনা

ট্যাগ সমূহ : খারিজি শব্দের অর্থ কি,খারেজী কি,খারেজী মানে কি,খারেজী অর্থ কি,খারেজী কারা,খারেজী শব্দের অর্থ কী,খারেজী কাকে বলে,খারেজী সম্প্রদায় বলতে কী বুঝ,খারেজীদের লক্ষণ,খারেজীদের পরিচয়, খারেজী নামকরণের কারণ,খারিজি কারা,খারিজি অর্থ কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *